জঙ্গি খুঁজতে শনিবার সকাল থেকেই উপত্যকা জুড়ে তল্লাশি শুরু সেনাবাহিনীর

সেনাবাহিনীর (Indian army) কাছে গোপন সূত্রে খবর এসেছে আগামী ৫ আগস্ট উপত্যকায জুড়ে নাশকতা (blue print of terrorist attack) ঘটানোর ছক কষেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা (terrorist supported by Pakistan)। সম্ভবত তারা উপকারী নানা গোপন স্থানে আত্মগোপন করে থাকতে পারে বলে খবর। তাই শনিবার সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে উপত্যকার (special checking started at Jammu and Kashmir valley) বিভিন্ন জায়গায়।

শনিবার সকাল থেকেই সোপিয়ান, অনন্তনাগ- সহ মোট ১৪টি জায়গায় অভিযান চালিয়েছে এনআইএ। জুন মাসে জম্মুর বিমানঘাঁটিতে ড্রোন হামলা এবং সম্প্রতি জম্মুর মন্দিরগুলিতে হামলার পরিকল্পনার খবর জানার পরই মূলচক্রীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তাছাড়া উপত্যকায় ঘন ঘন ড্রোনের মাধ্যমে নজরদারি ও হামলা চালানোর চেষ্টার পিছনে যে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিই জড়িত রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তদন্তকারী সংস্থার।

অন্যদিকে, জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর নির্দেশে লস্করই-মুস্তাফা জম্মুর বিভিন্ন অংশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছে গোয়েন্দা বাহিনী। ইতিমধ্যেই গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

 

Previous articleখুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, নিয়ম মেনে পুজো
Next articleহেস্টিংস থেকে ফের বিজেপির সাংগঠনিক দফতর সরলো রাজ্য দফতরে! কিন্তু কেন?