খুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, নিয়ম মেনে পুজো

অবশেষে খুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। এবার থেকে গর্ভগৃহে ঢুকেই পুজো দেওয়া যাবে। তবে, একসঙ্গে ১০ জনের বেশি পুণ্যার্থী ঢুকতে পারবেন না। ফুল-মিষ্টি নিয়েই দেওয়া যাবে পুজো।

আরও পড়ুন:নাইট কার্ফুর মধ্যে শিয়ালদহে পুলিশকর্মীকে চপারের কোপ

কালীঘাট মন্দিরের (Kalighat) তরফে জানানো হয়েছে, সকাল ৬ থেকে বেলা ১২ পর্যন্ত খোলা থাকবে। বিকেলে খোলা থাকবে ৪ থেকে ৭ পর্যন্ত। স্যানিটাইজার (Sanitizer) টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হচ্ছে। শনিবার, সকাল থেকেই ভক্তরা ভিড় করছেন কালীঘাট মন্দিরে।

 

Previous articleঅলিম্পিক্সে ওপেনিং পর্বেই ছিটকে গেলেন বক্সার অমিত ফাংগাল
Next articleজঙ্গি খুঁজতে শনিবার সকাল থেকেই উপত্যকা জুড়ে তল্লাশি শুরু সেনাবাহিনীর