আশাভঙ্গ ভারতের। টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics ) সেমিফাইনালে হেরে গেলেন পি ভি সিন্ধু( pv sindhu)। সেমিফাইনাল তিনি হারলেন তাই জু-ইং এর কাছে। ম্যাচের ফলাফল ১৮-২১, ১২-২১। এর ফলে সোনা জয়ের আশা শেষ ভারতের। এখন তিনি লড়বেন ব্রোঞ্জের জন্য।

ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখান তাই জু-ইং। ঝড়ের গতিতে ম্যাচ বেড় করে নেন তাই জু। তাঁর ব্যাকহান্ডের দাপটে এদিন দিশেহারা দেখাল সিন্ধুকে। প্রথম গেমে লড়াই করলেও দ্বিতীয় গেমে তাই জু-ইং সামনে দাঁড়াতেই পাড়লেন না ভারতীয় শাটলার।
আরও পড়ুন:কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ভারতের মহিলা হকি দল
