জলপথে দুর্ঘটনা এড়াতে ইনল্যান্ড ভেসেল ইন্সপেক্টর পদ তৈরির সিদ্ধান্ত রাজ্যের

জলপথ পরিবহনে দুর্ঘটনা এড়ানোর জন্য কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মোটর ভেহিকেল ইনস্পেক্টরের মতো ইনল্যান্ড ভেসেল ইন্সপেক্টর পদ সৃষ্টি করতে চলেছে রাজ্য সরকার।
ইনল্যান্ড ভেসেল ইন্সপেক্টরের কাজ হবে ভেসেলের ওপর নজরদারি করা। ভেসেলগুলি কী অবস্থায় রয়েছে তা পরীক্ষা করা, ফিটনেস সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোলের উপরও নজর রাখবে আইভিআই অফিসাররা।
রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে এই ধরনের ভেসেল বেশি চলে। তাই এই জেলাগুলিতেই সর্বপ্রথম এই পদের সৃষ্টি করা হবে জানা গিয়েছে ।
হাসনাবাদ, ক্যানিং, বাসন্তী, ডায়মন্ডহারবার, হলদিয়া, বহরমপুর, গুপ্তিপাড়া ও চন্দননগরেও এই পদ চালু হবে।
ভেসেলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও সার্ভে সার্টিফিকেট নেওয়ার জন্য নতুন সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। ওই সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে ‘বাহন’। পাশাপাশি ‘সারথি’ নামে আরেকটি সফটওয়্যার তৈরি করার সুপারিশ করা হয়েছে।

 

Previous articleদীর্ঘ সঙ্ঘাতে ইতি, সীমানা থেকে সেনা সরাচ্ছে অসম এবং নাগাল্যান্ড
Next articleআগামী শিক্ষাবর্ষেই চালু হবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ