Saturday, November 15, 2025

কুণাল ও দিলীপকে আক্রমণ করে রবি সকালে ফের ফেসবুক পোস্ট বাবুলের

Date:

রাজনীতিকে বিদায় জানিয়ে বাবুল সুপ্রিয়র(Babul Supriyo) দীর্ঘ ফেসবুক পোস্ট বঙ্গ রাজনীতির জল বেশ ঘোলা করে তুলেছে। তবে শনিবার বাবুলের ‘চললাম’ মন্তব্যের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) গোটা ঘটনাকে ‘নাটক’ বলে উল্লেখ করেছিলেন। সহকর্মীর ‘চললাম’ মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায়নি দিলীপ ঘোষকেও(Dilip Ghosh)। রবি সকালে এই দুই নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুক পোস্টে ফের সরব হতে দেখা গেল বাবুলকে।

আরও পড়ুন:নয়া শ্রমবিধি, ন্যূনতম বেতন ১৫০০০ থেকে বেড়ে হতে চলেছে ২১০০০

রবিবার কুণাল ঘোষের টুইট ও দিলীপ ঘোষের মন্তব্য তুলে ধরে ফেসবুকে বাবুল সুপ্রিয় লিখলেন, “পড়লাম আপনাদের কমেন্টগুলি। যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ‘ভাষার’ ব্যবহার করেছেন – সবটাই শিরধার্য্য | কিন্তু আপনাদের প্রশ্নের জবাব আমি কাজেও তো দিতে পারি | তার জন্য মন্ত্রী বা সাংসদ থাকার কি দরকার |

একটু সময় দিন না আমাকে 😊 কটা গান বা শো-তেই-বা গাইবো আমি এখন | হাতে অনেকটাই সময় থাকবে |

অন্তত দেখুন, এই ধরণের ‘ব্যক্তিত্ব’ বা uncouth মন্তব্যের সাথে তো আর রোজ রোজ Deal করতে হবে না !! কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো যেটা অন্য সৎ কাজে লাগাতে পারবো !! নিচে দুটো টাটকা উদাহরণ দিলাম… Good night 😴”

ফেসবুক পোস্টের সঙ্গে নিচে কুণাল ঘোষের টুইট জুড়ে দেন বাবুল। যেখানে বাবুলের বিরুদ্ধে সরব হয়ে কুনাল ঘোষ লিখেছেন, “লোকসভা চলছে। স্পিকার বসে আছেন। সেখানে ইস্তফা না দিয়ে ফেসবুকে নাটক। ছাড়ার ইচ্ছে নেই। দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা। শোলেতে জলের ট্যাঙ্কে উঠে ধর্মেন্দ্রর আত্মহত্যার হুমকির মত। আসলে উনি গান করতেন। এখন নাটক করছেন।” পাশাপাশি দিলীপ ঘোষের বক্তব্য তুলে ধরা হয়েছে। যেখানে দিলীপ ঘোষ বলেছেন, “মাসির গোঁফ হলে মাসি বলবো না মেসো বলবো তা ঠিক করব। আগে তো মাসির গোঁফ হোক।”

এদিকে বাবুলের নয়া পোস্ট প্রসঙ্গে পাল্টা কুণাল ঘোষ বলেন, “এত লেখালেখির প্রয়োজন কী? প্রথমত আমি কোনো অসংসদীয় শব্দ ব্যবহার করিনি। এ সমস্ত কিছু লেখার কোন প্রয়োজন হয় না বাবুল ইস্তফা দিয়ে প্রমাণ করে দিক আমি ভুল বলেছি। না হলে তো এটাই প্রমাণিত হয় বাবুল নাটক করছেন।”

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version