পুলিশের অনুমতি ছাড়াই রেড রোডে ম্যারাথন বিজেপি যুব মোর্চার

পুলিশের(police) অনুমতি ছাড়াই শহরে ম্যারাথন কর্মসূচি পালন করল বিজেপি যুব মোর্চা। রবিবার সকালে রেড রোডে অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের(Indian athlete) সমর্থনে দৌড়ের আয়োজন করে রাজ্য বিজেপি(Bengal BJP)। সকাল আটটা থেকে শুরু হয় এই ম্যারাথন। যেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh), সৌমিত্র খাঁ(Soumitra Khan) সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

আরও পড়ুন:কুণাল ও দিলীপকে আক্রমণ করে রবি সকালে ফের ফেসবুক পোস্ট বাবুলের

যদিও বিনা অনুমতিতে এই ম্যারাথনের আয়োজন করা হলেও সেভাবে পুলিশি বাধার মুখে পড়তে হয়নি বিজেপি কর্মকর্তাদের। রেড রোডের ওই এলাকায় বিজেপির কর্মসূচি উপলক্ষে পুলিশ মোতায়েন থাকলেও কোনো রকম বাধা দেওয়া হয়নি। এ প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics) চলছে। সমগ্র ভারতের মানুষ ভারতীয় দলকে উৎসাহিত করছে। বিজেপির তরফেও সারা ভারত জুড়ে এই নিয়ে অনেক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের যুব মোর্চা একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে। পুলিশ বিজেপির কোনও কর্মসুচিতেই অনুমতি দেয় না। পুলিশকে জানাতে হয়, তাই আমরা জানিয়েছি।’ যদিও শেষ পর্যন্ত কোন রকম সমস্যা ছাড়াই বিজেপির ম্যারাথন দৌড় সম্পন্ন হওয়ায় খুশি রাজ্য বিজেপি নেতৃত্ব।

 

Previous articleকুণাল ও দিলীপকে আক্রমণ করে রবি সকালে ফের ফেসবুক পোস্ট বাবুলের
Next articleউত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে আপাতত স্বস্তি