Tuesday, January 13, 2026

“নাটক ধরা পড়ায় ওর কষ্ট!” বাবুলের আক্রমণের পাল্টা জবাব কুণালের

Date:

Share post:

“নাটক ধরা পড়ায় ওর কষ্ট!” রবি সকালে বাবুলের আক্রমণের জবাব দিয়ে এমনটাই জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। সবমিলিয়ে ফের বাবুল ইস্যুতে তুঙ্গে উঠলো রাজনৈতিক তরজা।

শনিবার রাজনীতি ছাড়ার ঘোষণা করেছিলেন বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। যদিও বাবুলের দীর্ঘ এই ফেসবুক পোস্টকে ‘নাটক’ বলে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এর পাল্টা দিয়ে রবিবার ভোরে ফেসবুক পোস্ট করেন বাবুল। যেখানে কুণাল ঘোষের মন্তব্যকে তুলে ধরে বাবুল লেখেন, “এই ধরনের মন্তব্যের সাথে তো আর ডিল করতে হবে না। অনেক পজিটিভ এনার্জি বেঁচে যাবে।” তবে বাবুলের সেই মন্তব্যের পাল্টা দিয়ে এদিন টুইটে কুণাল ঘোষ লেখেন, “বাবুল বেচারির ঘুম হয়নি। ভোররাতে ফেসবুকে আমাকে আক্রমণ !! আরে, এত কথার কী আছে? আমি লিখেছি ওর ইস্তফার পোস্ট নাটক। ও স্পিকারকে ইস্তফাপত্র দিয়ে প্রমাণ করে দিক ও নাটক করেনি। নাহলে যত পোস্টই করুক, তা নাটকের চিত্রনাট্যই থাকবে। আমি কোনো অসংসদীয় শব্দ লিখিনি। নাটক ধরা পড়ায় ওর কষ্ট !”

আরও পড়ুন:কুণাল ও দিলীপকে আক্রমণ করে রবি সকালে ফের ফেসবুক পোস্ট বাবুলের

উল্লেখ্য, বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণার পরপরই গোটা ঘটনাকে নাটক বলে তোপ দেখেছিলেন কুণাল ঘোষ। পাশাপাশি টুইটে শনিবার তিনি লেখেন, “লোকসভা চলছে। স্পিকার বসে আছেন। সেখানে ইস্তফা না দিয়ে ফেস বুকে নাটক। ছাড়ার ইচ্ছে নেই। দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা। শোলেতে জলের ট্যাঙ্কে উঠে ধর্মেন্দ্রর আত্মহত্যার হুমকির মত। আসলে উনি গান করতেন। এখন নাটক করছেন।” কুণাল ঘোষের এই মন্তব্যের পরই ফেসবুকে তাকে আক্রমণ করেন বাবুল। লেখেন, “এই ধরণের ‘ব্যক্তিত্ব’ বা uncouth মন্তব্যের সাথে তো আর রোজ রোজ Deal করতে হবে না !! কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো যেটা অন্য সৎ কাজে লাগাতে পারবো।”

 

spot_img

Related articles

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...