কারশেডে জল জমায় রবিবারও বাতিল একাধিক ট্রেন

রাজ্যে বিধিনিষেধের ফলে একেই বন্ধ লোকাল ট্রেন (Train)। দূরপাল্লার ট্রেন যা চলছে তাও গত কয়েকদিন ভারী বৃষ্টিতে (Rain) ব্যাহত। আগেই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বৃষ্টি থেমে গেলেও রবিবার কারশেডে জল জমে থাকায় ২৩টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে যেমন ভিন রাজ্যে যাওয়ার ট্রেন রয়েছে, তেমনই আছে বেশ কয়েকটি ইন্টারসিটি এক্সপ্রেস (Intercity Express)। রামপুরহাট, সিউড়ি, মালদার মতো বেশ কিছু জায়গায় যাওয়ার ইন্টারসিটি এক্সপ্রেসগুলিও বাতিল করা হয়েছে।

একনজরে যে যে ট্রেন বাতিল

মালদা টাউন- হাওড়া স্পেশাল
হাওড়া- আসানসোল স্পেশাল
হাওড়া- রামপুরহাট স্পেশাল
রামপুরহাট- হাওড়া স্পেশাল
হাওড়া – মালদা টাউন স্পেশাল
সিউড়ি- হাওড়া স্পেশাল
হাওড়া- সিউড়ি স্পেশাল
হাওড়া- প্রয়াগরাজ রামবাগ স্পেশাল
হাওড়া- ধানবাদ স্পেশাল
রাধিকাপুর- হাওড়া স্পেশাল
হাওড়া- ভাগলপুর স্পেশাল
ভাগলপুর- হাওড়া স্পেশাল
হাওড়া- জামালপুর স্পেশাল
হাওড়া- রাজেন্দ্রনগর স্পেশাল (টি)
কাটিহার- হাওড়া স্পেশাল
কাঠগোদাম- হাওড়া স্পেশাল
হাওড়া- যোগী নাগারি ঋষিকেষ স্পেশাল
ধানবাদ- হাওড়া স্পেশাল
হাওড়া- আজিমগজ স্পেশাল
আজিমগজ- হাওড়া স্পেশাল
হাওড়া- রাধিকাপুর স্পেশাল
হাওড়া- ধানবাদ স্পেশাল

টিকিয়াপাড়া কারশেডে জল জমে থাকায় অটোমেটিক সিগনালিং সিস্টেম পুরোপুরি কাজ করছে না। ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেন কিংবা স্টাফ স্পেশাল ট্রেন দাঁড় করিয়ে রাখতে হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা রেল কর্তৃপক্ষের।

 

Previous article“নাটক ধরা পড়ায় ওর কষ্ট!” বাবুলের আক্রমণের পাল্টা জবাব কুণালের
Next articleবাবুলের মানভঞ্জনে আসরে এবার নাড্ডা-শাহ, ফোন প্রাক্তন মন্ত্রীকে