এক কাপ চা ১৫ লাখ: মদন মিত্রের প্রতীকী প্রতিবাদ

ভবানীপুরে একেবারে মূল রাস্তার উপরে চায়ের দোকান। রবিবাসরীয় সকালে হৈ চৈ। আর সেই দোকানও যার তার, নয় খোদ বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। ভিআইপির (Vip) দোকানের চায়ের (Tea) দাম কত? শুনলে আক্কেলগুড়ুম হওয়ার জোগাড়! এক কাপ চায়ের দাম নাকি 15 লক্ষ টাকা। না, চা খেয়ে সেই দাম আবশ্যক মেটাতে হয়নি ক্রেতাদের। এটা একেবারেই প্রতীকী। বলা যায় ব্যঙ্গাত্মক। 2014-র ভোটের আগে দেশবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু সেই অর্থ এখনও চোখে দেখেননি কেউ। তাই ব্যঙ্গ করে এ দিন ‘পনেরো লাখি চা’ খাওয়ালেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন মদন মিত্র। এদিন সকালে তাঁর চায়ের দোকানে হাজির ছিলেন বেশ কয়েকজন তৃণমূলের কর্মী-সমর্থক। ছিলেন পথচলতি মানুষ। মোদির মুখোশ পরেও হাজির হয়েছিলেন অনেকে। সব মিলিয়ে মদন মিত্রের প্রতীকী চায়ের দোকান ঘিরে রবিবারের সকাল জমজমাট ভবানীপুর।