Monday, August 25, 2025

দু’দিনের টানা বৃষ্টিতে নাজেহাল হলদিয়ার টাউনশিপ এলাকার বস্তিবাসী। বিপর্যস্ত জনজীবন। বৃষ্টিতে ভেঙে পড়েছে ঘরবাড়ি। কার্যত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তাঁরা। স্থানীয় কাউন্সিলরকে বলেও লাভ হয়নি। এমতাবস্থায় তাঁদের পাশে এসে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল নেতা। অসহায় মানুষদের উদ্ধারের পাশাপাশি তাঁদের খাদ্য-বস্ত্র, আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করলেন তিনি।

টানা দু’দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছেন হলদিয়ার ২৯ নম্বর ওয়ার্ডের টাউনশিপের বস্তির মানুষ। জলে ধসে পড়েছে একাধিক বাড়ি। কার্যত আশ্রয়হীন হয়ে পড়েছেন বস্তির প্রায় ৫০০টি পরিবার। তাঁদের সাহায্য করতে এগিয়ে এসেছেন জেলা তৃণমূলের যুব নেতা তথা হলদিয়া পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলর আসগর আলি। তাঁরই তৎপরতায় উদ্ধার হন বস্তিবাসীরা। তিনি বলেন, মানুষের বিপদের দিনে আমরা তাঁদের পাশে আছি। কোন দল, কী ধর্ম, তা আমরা দেখছি না। মানুষ বিপদে পড়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে হবে, তাই দাঁড়াচ্ছি। এটাই আমাদের কাজ। খাদ্য-বস্ত্র-ওষুধ-চিকিৎসা, সব কিছুরই ব্যবস্থা করেন আসগর। শুধু তাই নয়, যতদিন না দুর্গত মানুষজন ঘরে ফিরতে পারছেন ততদিন এই ব্যবস্থা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

তৃণমূল নেতার সাহায্যে খুশি বস্তিবাসী। তাঁদের কথায়, একেই বলে নেতা। যখন মানুষের প্রয়োজন তখন মানুষের পাশে এসে দাঁড়ান।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version