Sunday, August 24, 2025

স্বাস্থ্যসাথী প্রকল্প আগেই চালু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বার নিয়ে এলেন ‘স্বাস্থ্য ইঙ্গিত’৷
সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্পের সূচনা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই প্রকল্পের মাধ্যমে ফোন এবং অনলাইন মাধ্যমে ঘরে বসেই মানুষ চিকিত্‍সকদের পরামর্শ নিতে পারবেন, প্রেসক্রিপশনও পাবেন বলে জানিয়েছেন মুখ্যসচিব৷
সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের প্রতিটি প্রান্তিক মানুষকে সুলভ, সহজলভ্য, স্থায়ী ও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে অটল রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এবার শুরু হতে চলেছে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামে বিনামূল্যের এক প্রকল্প।

এই উদ্যোগের মাধ্যমে এবার রাজ্যের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে পর্যায়ক্রমে চালু হতে চলেছে টেলি মেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্য ইঙ্গিত’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রগুলিকে খুব শীঘ্রই ই-ক্লিনিকে পরিণত করা হবে। এর ফলে গ্রামবাসীদের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য হবে। সেই সঙ্গে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও টেলিমেডিসিনের মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত পৌছে দেওয়া সম্ভব হবে৷ অতিমারি আবহে এই সময় রোগীর দ্রুত রোগ নির্ণয়, নিভৃতবাস, নজরদারির মতো জরুরি কাজগুলিও সহজে হবে বলেই মনে করা হচ্ছে। এই প্রকল্পে সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত খরচও অনেকটাই কমবে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যের ২৩১৩টি স্বাস্থ্যকেন্দ্রে এখনই এই পরিষেবা পাওয়া যাবে। আগামীদিনে এই পরিষেবা বাকি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও চালু করা হবে।

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version