Wednesday, November 12, 2025

ফের উপত্যকার আকাশে ড্রোনের নজরদারি, তাড়া করতেই সীমানা ছেড়ে উধাও

Date:

ফের জম্মু কাশ্মীর উপত্যকার (Jammu Kashmir valley) আকাশে ড্রোনের নজরদারি। রবিবার গভীর রাতে একসঙ্গে চারটি ড্রোনকে (drone) সেনা ছাউনির মাথার উপরে চক্কর কাটতে দেখা যায়। সেনাবাহিনী (Indian army) সূত্রে জানা গিয়েছে উপত্যকার সাম্বা জেলায় ড্রোনের (drone near Sambhal district) গতিবিধি নজরে এসেছে। এই ঘটনায় এলাকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, রবিবার রাতের দিকে সাম্বা জেলার বাড়ি ব্রহ্মানা এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে ড্রোন উড়তে দেখা যায়। রেঞ্জ সীমার বাইরে থাকায় পুলিশকর্মীরা ড্রোন লক্ষ্য করে গুলি না চালালেও ৯২ নম্বর ইনফ্রানট্রি বিগ্রেডের টহল দেওয়া নিরাপত্তাবাহিনীকে খবর দেওয়া হয়। তবে কিছু করার আগেই ড্রোনগুলি পালিয়ে যায়। এরমধ্যে একটি ড্রোন আবার সেনা ছাউনির খুব কাছে চলে এসেছিল বলেই জানা গিয়েছে।

 

চলতি বছরের গত ২৭ জুন জম্মুর বিমানঘাঁটিতে ড্রোনের মাধ্যমে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয়। আর তারপর থেকেই উপত্যকা জুড়ে ড্রোনের দৌরাত্ব্য শুরু হয়েছে। জানা গেছে গত একমাসে অন্তত ১৫টি ড্রোন সীমানা পেরিয়ে এসেছে নজরদারি চালাতে। এদের মধ্যে অধিকাংশ ড্রোনই সেনাছাউনির কাছে দেখা যাওয়ায় নজরদারি চালানো হচ্ছিল বলেই সন্দেহ সেনাবাহিনীর।

Related articles

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...
Exit mobile version