Monday, August 25, 2025

ত্রিপুরায় তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ, কুণাল বললেন ভয় পেয়েছে বিজেপি

Date:

আজ, সোমবার ত্রিপুরা (Tripura) প্রদেশ তৃণমূলের (TMC) জন্য এক ঐতিহাসিক দিন। এই প্রথম কোনও রাজনৈতিক কর্মসূচি নিয়ে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। তাঁর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগরতলার (Agartala)-সহ ত্রিপুরার ৮ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ফ্লেক্স ফেস্টুনে ভরিয়ে দেওয়া হয়েছে। ছাত্র-যুব থেকে শুরু করে সমস্ত স্তরের তৃণমূল কর্মীরা অভিষেককে সংবর্ধনা জানাতে প্রহর গুনছে। কিন্তু অভিষেক ত্রিপুরায় পা রাখার আগেই রাতের অন্ধকারে তৃণমূলের ফেস্টুন পোস্টার ছিঁড়ে (Tatters) দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অথচ পাশেই বিজেপি ও ত্রিপুরা সরকারের হরিণগুলো একেবারেই অবিকৃত রয়েছে। খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

 

ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে সাধারণ সম্পাদক কুনাল ঘোষ (Kunal Ghosh)। তিনি এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন। কুণাল ঘোষের কথায়, “বিজেপি ভয় পেয়েছে তৃণমূলের উত্থানকে। বিজেপি ভয় পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই অভিষেক ত্রিপুরা যাওয়ার আগের রাতেই তৃণমূলের ব্যানার-ফেস্টুন ছেঁড়া হয়েছে। কিন্তু এতে লাভ হবে না। ত্রিপুরার মানুষ রাজ্যে বিকল্প হিসাবে তৃণমূলকে ভাবতে শুরু করেছে। তাই কখনও পুলিশ দিয়ে আইপ্যাকের সমীক্ষকদের আটকে রাখা হচ্ছে। কখনও পার্টি অফিস ভাঙা হচ্ছে। আবার কখনও পোস্টার-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় নতুন উদ্যমে সেজে উঠেছে তৃণমূল। রাষ্ট্রশক্তি দিয়ে তাকে আটকানো যাবে না। গোটা দেশের মতোই বামেরা ত্রিপুরাতেও অপ্রাসঙ্গিক। তাই বিজেপিকে ত্রিপুরা থেকে রাজনৈতিক ভাবে উৎখাত করতে মানুষের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস।”

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version