দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবেন মোদি

cabinet reshuffle of modi govt today
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল চিত্র।

প্রথমবার রাষ্ট্রপুঞ্জের(United Nation) নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে ভারত। ২০২১-২২ মেয়াদের অস্থায়ী সদস্য হিসাবে প্রথমবার নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবে ভারত(India)। যার ফলে দেশের ইতিহাসে প্রথমবার প্রধানমন্ত্রী(Prime Minister) হিসেবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

আরও পড়ুন:ত্রিপুরেশ্বরী মন্দিরের পথে অভিষেকের গাড়িতে হামলা, নিজেই ভিডিও টুইট তৃণমূল সাংসদের

সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে রাষ্ট্রপুঞ্জের এই দায়িত্বভার গ্রহণ করেছে ভারত। এরপর আগামী বছরের ডিসেম্বর মাসে ও কাউন্সিলর সভাপতিত্ব করবেন দেশ। জানা গিয়েছে, দায়িত্বে থাকাকালীন সভাপতি হিসেবে উপকূল সুরক্ষা, শান্তিরক্ষা এবং সন্ত্রাস দমনের মত ইস্যুর উপর জোর দেবে ভারত। উপরাষ্ট্রপতি ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন জানান, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে চলা প্রথম প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদের ৯ আগস্টের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জে ভারতের বর্তমান রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি বলেন, ‘ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ। নিরাপত্তা পরিষদে ভারতকে ফ্রান্স যে সমর্থন দিয়েছিল তার জন্য আমি ফ্রান্সকে ধন্যবাদ জানাই।’

 

Previous articleত্রিপুরার মানুষ বিচার করবেন: দফায় দফায় বাধা পেরিয়ে ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা অভিষেকের
Next article‘অর্ধসত্য তথ্য নিয়ে কমেন্ট করবেন না’ ,মুখ খুললেন শিল্পা