অর্ধেক উপস্থিতিতে উত্তরপ্রদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হচ্ছে স্কুলে

করোনা পরিস্থিতির(covid situation মাঝেই স্কুল খোলার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার(Uttar Pradesh government)। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠকের পর সোমবার স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে করোনা বিধি মাথায় রেখে আগামী ১৬ আগস্ট থেকে উত্তরপ্রদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য খুলে যাবে স্কুল। যদিও ৫০ শতাংশ ছাত্র-ছাত্রী নিয়ে পঠন-পাঠন শুরু হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

আরও পড়ুন:রাজনীতিতে নয়, থাকছেন শুধু সাংসদ! বাবুলের সিদ্ধান্তকে ‘নাটক’ বলে কটাক্ষ কুণালের

পঞ্জাব, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সোমবার থেকে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ধাপে ধাপে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানা। এই পরিস্থিতিতে ১৬ অগাস্ট থেকে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে খুলবে স্কুল। সামাজিক দুরত্ববিধি মেনে চালু হবে স্কুল। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মাস্ক পরা বাধ্যতামূলক। স্কুল বা কলেজে আসার ক্ষেত্রে লাগবে অভিভাবকদের সম্মতিপত্র। সব শিক্ষা প্রতিষ্ঠানে চলছে স্যানিটাইজেশন। যদিও কটা থেকে কটা পর্যন্ত স্কুল চলবে সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।

 

Previous articleমিলে গেল কটাক্ষ, সাংসদ পদ ছাড়লেন না বাবুল
Next article‘স্বাস্থ্য ইঙ্গিত’, রাজ্যে এবার বিনাব্যয়ে টেলিমেডিসিন প্রকল্প