এ বার ১৫ অগস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অলিম্পিকে অংশ নেওয়া প্রত্যেক ভারতীয় অ্যাথলিট ৷ আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এমনই জানানো হয়েছে ৷ প্রধানমন্ত্রীর তরফে তাঁদের সবাইকে আমন্ত্রণ জানানো হবে ৷ ১৫ অগস্ট সকালে তাঁরা সবাই লালকেল্লায় উপস্থিত থাকবেন ৷ সেখানেই প্রধানমন্ত্রী তাঁদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় সারবেন ৷

জানা গিয়েছে, অলিম্পিকে অংশ নেওয়া সবাইকে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাবেন ৷ সেখানে তাঁদের সঙ্গে আলাপ আলোচনা করবেন তিনি ৷ যা ১৫ অগস্ট লালকেল্লার অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত হবে ৷
