Monday, August 25, 2025

অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখা, ৬ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি কলকাতায়

Date:

সকাল থেকেই বৃষ্টি। কোথাও হালকা, কোথাও মাঝারি। কোথাও আবার (rainy season) বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টিপাত। কলকাতা মহানগরজুড়ে বুধবার সারা দিন ধরে এভাবেই বৃষ্টি হচ্ছে। (Alipore weather office) আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রয়েছে। আর কলকাতার উপর দিয়ে বিস্তৃত রয়েছে অতি সক্রিয় মৌসুমী বায়ু। তাতেই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে যাচ্ছে। এর কারণে একদিকে যেমন অস্বস্তিকর গরম গুমোট আবহাওয়া থাকবে। তেমনি মেঘ করে বৃষ্টিও হবে প্রবল । আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।কলকাতাতেও কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ৬ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। কমলা সতর্কতা জারি হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। হলুদ সতর্কতা জারি হয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামে।

 

LP

কলকাতাসহ দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা অতি সক্রিয় রয়েছে। উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা থেকে মৌসুমী অক্ষরেখা গোয়া হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। এছাড়া উপকূলের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

শুধু দক্ষিণবঙ্গ নয়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। কোচবিহার, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...
Exit mobile version