পেগাসাস (Pegasus) নিয়ে নাছোড় বিরোধীরা। এই নিয়ে বুধবারও উত্তাল হতে পারে সংসদের (Parliament) দুই কক্ষ। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আলোচনার দাবি করছে তৃণমূল (Tmc)। সকালেই টুইট (Twitte) করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O’Brian)।
তিনি লেখেন,
“বিরোধীরা সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে চায়। সরকার সংসদ চলতে দিচ্ছে না।”
ডেরেকের দাবি, “তিনটি বিষয়ে আলোচনা হোক।
কৃষি আইন
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও অর্থনীতি জাতীয় সুরক্ষা”
তৃণমূলের রাজ্যসভার দলনেতা লিখেছেন, “#পেগাসাস স্পাইওয়্যার সবার আগে পেগাসাস নিয়ে সংসদের দুই কক্ষেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা হোক।”

All Opposition wants #Parliament to run. Government deliberately scuttling.
Discussion on these subjects:
👉 Repealing of #FarmLaws
👉 Price rise, jobs, inflation, #economy
👉 NATIONAL SECURITY #PegasusSpyware (Discuss this first in both LS/RS in presence of PM and HM)— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) August 4, 2021
এই ইস্যু নিয়ে এদিনও তৃণমূল-সহ অন্যান্য বিরোধীরা সংসদের বাদল অধিবেশনে উত্তাপ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
