Thursday, August 28, 2025

পেগাসাস: নজরদারি চলছিল শীর্ষ আদালতের রেজিস্ট্রার ও প্রাক্তন বিচারপতির উপরেও

Date:

পেগাসাস(Pegasus) ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। দেশের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারির অভিযোগ উঠেছে ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে হাতিয়ার করে। এই তালিকায় বাদ ছিলেন না সুপ্রিমকোর্টের(Supreme Court) রেজিস্ট্রার ও প্রাক্তন বিচারপতিও(ex justice)। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার’।

‘দ্য ওয়ার’-এর প্রকাশিত তথ্য অনুযায়ী শীর্ষ আদালতের ২ রেজিস্টার এনকে গান্ধী ও টিআই রাজপুত-এর ওপর নজরদারি চালানো হয়েছিল পেগাসাসকে হাতিয়ার করে। শুধু তাই নয়, গত বছর অবসর নেওয়া সুপ্রিম বিচারপতি অরুণ মিশ্রর ফোনের ওপরেও নজরদারি চালানো হয় ২০১৯ সালে। নজরদারি চালানো হয়েছিল বেশ কয়েকজন বিশিষ্ট আইনজীবী উপরেও। যদিও এই সকল নজরদারির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছে বিজেপি সরকার। তবে বিজেপির তরফে বিষয়টি উড়িয়ে দেওয়া হলেও বেআইনিভাবে এহেন নজরদারি যে মোটেই ছোট বিষয় নয় তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এনএসও-এর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সরকার ছাড়া এই সফটওয়্যার কাউকেই বিক্রি করা হয় না। ফলস্বরূপ অভিযোগের আঙুল সরাসরি উঠছে কেন্দ্রের বিজেপি সরকারের দিকে।

আরও পড়ুন:ভ্যাকসিনের ছাড়পত্র আছে? বাসে উঠতে আবশ্যক বাংলাদেশে!

এদিকে চলতি বাদল অধিবেশনে বিরোধীদের তরফে বার বার পেগাসাস ইস্যুতে আলোচনার দাবী জানানো হলেও, সরকার আলোচনার পথে হাঁটতে একেবারেই রাজি হয়নি। নাছোড় বিরোধীরাও। যার জেরে চূড়ান্ত বিশৃঙ্খলা প্রতিদিন ব্যাহত হয়েছে সংসদ অধিবেশন। এরই মাঝে প্রকাশ্যে এলো সুপ্রিম বিচারপতিদের ফোনে নজরদারি চালানোর মতো গুরুতর অভিযোগ।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version