Friday, December 12, 2025

চোখ রাঙাচ্ছে করোনা, অগাস্টের শুরুতেই দেশের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে

Date:

Share post:

অগাস্টেই দেশে করোনার তৃতীয় ঢেঊ আছড়ে পড়ার আশঙ্কা ক্রমশই বাড়ছে। বৃহস্পতিবার উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা। বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা  ৮২ হাজারেরও উপরে।  পাশাপাশি বেড়েছে দেশে দৈনিক মৃত্যুও। স্বভাবতই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ক্রমশই প্রকট হয়ে উঠছে।

বুধ ও বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ বাড়ায় সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটাই বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১১ হাজার ৭৬ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জনের।

সংক্রমণের শীর্ষে ধারাবাহিকভাবেই শীর্ষে রয়েছে কেরল।দেশের মোট আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি।গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪১৪ জন। মহারাষ্ট্রে আক্রান্ত ৬ হাজার ১২৬ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২,৪৪২), তামিলনাড়ু (১,৯৪৯), কর্নাটক (১,৭৬৯), ওড়িশা (১,৩১৫) এবং অসম (১,০৬৫)।উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়েও চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।তবে বাকি রাজ্যগুলিতেও আক্রান্তের সংখ্যা হাজারের কমই রয়েছে।

spot_img

Related articles

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...