জাতের দোহাই দিয়ে খেলোয়াড়ের পরিবারকে হেনস্থা !

টোকিও অলিম্পিকসে যাওয়া ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কেউ সফল হয়েছেন, কেউ বা খালি হাতে ফিরে এসেছেন ৷ তা বলে হারের কারণ দেখিয়ে খেলোয়াড়ের পরিবারকে হেনস্থা ! এমনই ঘটনা ঘটেছে হরিদ্বারে ৷ জাতপাত তুলে মহিলা হকি দলের সদস্য বন্দনা কাটারিয়ার পরিবারকে হেনস্থা করা হয়েছে ৷ এমনই গুরুতর অভিযোগ বন্দনার পরিবারের ৷
টোকিও অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস গড়েছেন ৷ অলিম্পিক্সে হ্যাটট্রিক করা প্রথম মহিলা হকি খেলোয়াড় ভারতের বন্দনা কাটারিয়া ৷ তাঁর হ্যাটট্রিকে টুর্নামেন্টে এগোনোর পথ প্রশস্ত হয়েছিল ভারতের ৷ সেই বন্দনার পরিবারকে জাতপাতের বৈষম্য ও হেনস্থার শিকার হতে হল ৷ গত বুধবার টোকিয়ও অলিম্পিকসের সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে গিয়েছে দেশের মহিলা হকি দল ৷ অভিযোগ, ম্যাচের পর হরিদ্বারের রোশনাবাদে বন্দনার গ্রামের বাড়িতে লোকজন জড়ো হয়ে পটকা ফাটাতে থাকে ৷ এরপর জাতপাত তুলে কটাক্ষ করে বলা হয়, কয়েকজন দলিত খেলোয়াড়ের কারণে ভারত হেরে গিয়েছে ৷
এই ঘটনায় যতটা না দুঃখিত তার পরিবার তার থেকেও বেশি আতঙ্কিত।

 

Previous articleপথ দুর্ঘটনায় মৃত্যু ঠেকাতে কী পরিকল্পনা? অভিষেকের প্রশ্নে চাপে কেন্দ্র
Next article‘কেন্দ্র ভ্যাকসিন দিতে ব্যর্থ’, স্পষ্ট জানালেন নোবেলজয়ী