টোকিও অলিম্পিক্সে কুস্তিতে কোয়ার্টার ফাইনালে হার ভিনেশ ফোগাটের

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) কুস্তিতে কোয়ার্টার ফাইনালে হারল ভিনেশ ফোগাট(vinesh phogat)। এদিন ৫৩ কেজি বিভাগে বেলারুশের ভানেসা কালাজিন্সকায়ার কাছে হারলেন তিনি।

টোকিও অলিম্পিক্সে মহিলাদের ৫৩ কেজি বিভাগে বেলারুশের কুস্তিগীরের কাছে দাঁড়াতেই পারলেন না ভিনেশ। যার ফলে  ৯-৩ ব্যবধানে পিন ফলে জিতে নেন বেলারুশের ভানেসা। ফলে ৫৩ কেজি বিভাগে বিশ্বের এক নম্বর কুস্তিগীর চলতি অলিম্পিক্সে পাবেন না সোনা কিংবা রুপো। এমনকি, রেপেচাজ ফর্ম্যাটে ব্রোঞ্জের লড়াইয়ে থাকবেন কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। এর ফলে ২৬ বছরের এই অ্যাথলিট হতাশই করলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।

আরও পড়ুন:ভারতীয় পুরুষ হকি দলের ব্রোঞ্জ-জয়: শুভেচ্ছা কোবিন্দ, মোদি, মমতা থেকে রাহুলের