অমানবিক: ৮০ বছরের বৃদ্ধা মা’কে প্লাস্টিক মুড়ে রাস্তায় ফেলে গেলো ছেলে-মেয়েরা

ফের কলকাতার বুকে অমানবিকতার ছবি দেখলেন শহরবাসী। প্রবল বৃষ্টির মধ্যে অসুস্থ বৃ্দ্ধা মা’কে রাস্তার পাশে প্লাস্টিকে মুড়ে ফেলে গেল তাঁরই পরিবারের লোকেরা। ঘটনা সিঁথি থানার (Sinthi Police Station) পেয়ারাবাগান এলাকার। যা দেখে আঁতকে উঠলেন সকলে।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে সিঁথি মোড় সংলগ্ন কাছে মেট্রো বাইপাসের নির্জন এলাকায় হঠাৎই চিৎকার শুনতে পান পথচলতি মানুষ। কাছে যেতেই তাঁরা দেখেন, প্লাস্টিকে মোড়া অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধা। বয়স আনুমানিক ৮০ বছর।
সকাল থেকে অনেকেই মৃতদেহ বলে ভেবে পাশ কাটিয়ে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিঁথি থানার পুলিশ। বৃদ্ধাকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) নিয়ে যাওয়া হয়। অসহায় বৃদ্ধার নাম ঠাকুর দাসী সাহা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মেয়ের নির্দেশেই তাঁর ছেলেরা রিক্সায় করে এখানে প্লাস্টিকে মুড়ে নির্জন রাস্তার ধারে ফেলে দিয়ে যায়। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সিঁথি থানার পুলিশ।

Previous articleটোকিও অলিম্পিক্সে কুস্তিতে কোয়ার্টার ফাইনালে হার ভিনেশ ফোগাটের
Next articleগোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান, নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার ৩৫ নাবালিকা