বাইক-চালনা নিয়ে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

এবার বাইক চালকদের জন্যেও নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, যে বাইক চালকের পিছনের সিটে যে ব্যক্তি বসবেন, তাঁকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।
১) চালকের সিটের পিছনে হ্যান্ড হোল্ড
২) চালকের পিছনের সিটে বসা ব্যক্তির জন্য পা-দানি
৩) এবার বাইকের কন্টেনার আগের থেকে ছোট করতে বলা হয়েছে। যার দৈর্ঘ্য ৫৫০, প্রস্থ ৫১০ এবং উচ্চতা ৫০০ মিলিমিটারের বেশি হবে না।
৪) এবার থেকে সর্বোচ্চ ৩.৫ টন ওজন পর্যন্ত গাড়িতে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

Previous articleটোকিও অলিম্পিক্সে সেমিফাইনালে বজরং পুনিয়া
Next articleত্রিপুরায় ভয় পেয়েছে বিজেপি: ভিডিও পোস্ট করে টুইটে দাবি কুণালের