Tuesday, November 11, 2025

‘কে বড় শত্রু’ জানতে মুষল পর্ব চলছে বঙ্গ- সিপিএমে

Date:

Share post:

লড়তে নামা তো দূরের কথা, আপাতত ‘শত্রু’ খুজতেই নাজেহাল সিপিএম৷

নিজেদের তৈরি করা ‘বিজেমূল’ তত্ত্ব নিয়ে দলের অন্দরে বিতর্ক কিছুতেই মিটছেনা৷ কে বড় শত্রু, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলাদা আলাদা কথা বলে চলেছে আলিমুদ্দিনের নেতারা৷

এবার সরাসরি প্রকাশ্যে চলে এসেছে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিমের তরজা৷
জানা গিয়েছে, মুজফফর আহমেদের জন্মদিবসের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস বিজেপি-কে এক সারিতে রেখে চলা নিয়ে ভুল স্বীকার করেছেন রাজ্য সম্পাদক। আর তখনই সূর্যকান্ত মিশ্রের কথা উড়িয়ে বিজেমূল তত্ত্বের পক্ষেই সওয়াল করেছেন মহম্মদ সেলিম। জানা গিয়েছে, বামফ্রন্ট চেয়ারম্যান এবং সিপিএমের রাজ্য সম্পাদক বোঝানোর চেষ্টা করেন, এই মুহুর্তে দলের ‘বড় শত্রু’ বিজেপি-ই। একুশের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল ও বিজেপি-কে একাসনে বসিয়ে ‘ব্লান্ডার’ করা হয়েছে৷ দু’জনেই বলেছেন, এই দুই দলকে সিপিএম এক চোখে দেখে না। স্পষ্ট বলেন, সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে কোনও সমস্যাই নেই বামেদের।

আর এর পরেই নিজের ভাষণে মহম্মদ সেলিম সরাসরি উড়িয়ে দেন বিমান-সূর্যের অভিমত৷ পুরোপুরি উল্টো সুরে সেলিম বলেন, “এখন তো দেখছি অনেকে বলছেন বিজেমূল তত্ত্ব না’কি ভুল ছিল। কংগ্রেস-নকশাল যৌথ অভিযানের সময় আমরা কংশাল শব্দটা প্রয়োগ করেছি। দুটো আলাদা উদ্দেশ্য হলেও বিষয়টা এক। বিজেমূল কথা ভুল নয়”৷ সূর্যকান্ত অন্য সুরে বলেন, “হ্যাঁ, এটা ঠিক যে আমরাই বলেছি দুই দল একসঙ্গে ঘর করেছে। কিন্তু, এবারের বিধানসভা ভোটে তাঁরা এক হয়ে লড়েনি। বিজেপি এবং তৃণমূল একে অপরকে হারানোর জন্যই লড়েছে।”

আরও পড়ুন:হাওড়ায় বন্যা দুর্গত মানুষের পাশে অরূপ, দিলেন আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ

দুই নেতার তরজায় বিভ্রান্ত দলের নেতা,কর্মী ও সমর্থকরা৷ তাঁরা এটা ভালোভাবে নেননি৷ রাজ্যে শূন্যে নেমে এসেও এই কাজিয়াকে মানতেই পারছেন না দলের নেতা-কর্মীরা৷

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...