অল্পের জন্য হাতছাড়া হল পদক জয়। টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) মহিলাদের গলফ ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করেও চতুর্থ স্থানে শেষ করলেন ভারতের অদিতি অশোক( aditi ashok)।

অলিম্পিক্সে কাসুমিগাসেকি কান্ট্রি ক্লাবে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে এসেছেন অদিতি। বেশিরভাগ সময় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন তিনি। তিনটি রাউন্ডের পর ধীরে ধীরে আশা বাড়ছিল অদিকে ঘিরে, এই ইভেন্টে অন্তত ব্রোঞ্জ পদক আনবেন তিনি, এটাই মনে করতে শুরু করেছিলেন ভারতবাসী। কিন্তু ১৮তম হোলে একটি গুরুত্বপূর্ণ বার্ডি মিস করায় এক ধাক্কায় চতুর্থ স্থানে নেমে আসেন অদিতি। শেষ অবধি চতুর্থ রাউন্ডে ১৫ আন্ডার পারে শেষ করেন তিনি।
আরও পড়ুন:শূন্য রানের রেকর্ড গড়লেন কোহলি, টপকে গেলেন ধোনিকে
