বৃষ্টির কারণে পঞ্চম দিনে গড়াল না বল, ড্র ভারত-ইংল‍্যান্ড প্রথম টেস্ট

জেতা ম্যাচ কার্যত ড্র হয়ে গেল ভারত-ইংল‍্যান্ড( india-england) প্রথম টেস্টের বৃষ্টির কারণে পঞ্চম দিনে গড়াল একটিও বল। সারাদিন অপেক্ষা করে শেষমেশ ম‍্যাচ ড্র ঘোষণা করে দুই আম্পায়ার।

পঞ্চম দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে জেতার জন‍্য দরকার ছিল ১৫৬। হাতে ছিল নয় উইকেট। যা বিরাট কোহলিদের কাছে ছিল হাতের মুঠোয়। কিন্তু ভিলেন বৃষ্টি। বৃষ্টির কারণে পঞ্চম দিনে বন্ধ থাকল খেলা। সারাদিন অপেক্ষা করে শেষমেশ ম‍্যাচ ড্র ঘোষণা করা হয়।

দ্বিতীয় ইনিংসে তুলনামূলক সাবধানী শুরু করে ইংল্যান্ড। জো রুটের দুরন্ত ব‍্যাটিং ইংল‍্যান্ডের স্কোর দাঁড়ায় ৩০৩। জবাবে ব‍্যাট করতে নেমে কে এল রাহুলের উইকেট হারায় ভারত। তবে ক্রিজে ছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা।

আরও পড়ুন:বার্সার শেষ সাংবাদিক সম্মেলনে এসে কান্নায় ভেঙে পড়লেন লিওনেল মেসি

 

Previous articleএসপির ফোনের কল রেকর্ড অভিষেক প্রকাশ করতেই ফাঁস ত্রিপুরা পুলিশের নাটক
Next articleশেষ হল টোকিও অলিম্পিক্স, অলিম্পিক্সে শেষ দিনে ভারতের পতাকাবাহক বজরং পুনিয়া