শেষ হল টোকিও অলিম্পিক্স, অলিম্পিক্সে শেষ দিনে ভারতের পতাকাবাহক বজরং পুনিয়া

শেষ হল টোকিও অলিম্পিক্স ( Tokyo Olympics)। করোনার মাঝেই অনেক স্বপ্ন নিয়ে ২৩ জুলাই শুরু হয়েছিল এই অলিম্পিক্স। একগুচ্ছ স্বপ্ন নিয়ে এবারের অলিম্পিক্স যাত্রা শুরু করেছিল ভারত( india)। চলতি অলিম্পিক্সে ভারত এ বার জিতেছে একটি সোনা, দু’টি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদক। এবারের অলিম্পিক্সে ইতিহাস তৈরি করেন নীরজ চোপড়া। জ‍্যাভলিন থ্রোতে সোনার পদক নিয়ে আসেন তিনি।

এদিন অলিম্পিক্সে শেষ দিনে ভারতের পতাকাবাহক ছিলেন বজরং পুনিয়া। আলোয়, রঙে, গানে, অনুষ্ঠানে যেন অন্য জগতে পৌঁছে গিয়েছিল টোকিও। করোনা ভীতি কাটিয়ে টোকিও-র স্টেডিয়ামে তখন শুধুই ছিল আলোর খেলা। আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ টোকিও অলিম্পিক্সের সমাপ্তি ঘোষণা করেন।আর সেখান থেকেই একঝাঁক স্বপ্ন নিয়ে শুরু পরের অলিম্পিক্স প্যারিস অলিম্পিক্সের দিন গোনা।

আরও পড়ুন:বৃষ্টির কারণে পঞ্চম দিনে গড়াল না বল, ড্র ভারত-ইংল‍্যান্ড প্রথম টেস্ট

 

Previous articleবৃষ্টির কারণে পঞ্চম দিনে গড়াল না বল, ড্র ভারত-ইংল‍্যান্ড প্রথম টেস্ট
Next articleসোমবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করবেন আদিবাসী উৎসবের