সোমবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করবেন আদিবাসী উৎসবের

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামিকাল, অর্থাৎ সোমবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এখন সাজো সাজো বর ঝাড়গ্রামে। মুখ্যমন্ত্রী আসার আগে সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রাক্তন সাংসদ উমা সোরেন ও বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। সন্ধের সময় বাড়িতে প্রদীপ জ্বালিয়ে এবং শঙ্খধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর অনুরোধ জানিয়েছেন প্রাক্তন সাংসদ।

একুশের বিধানসভা ভোটে তাঁকে উজাড় করে সমর্থন জানিয়েছে জঙ্গলমহল। প্রশাসন সূত্রে খবর, সোমবার সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে ঝাড়গ্রামে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। ঘোড়াধরা স্টেডিয়ামে উদ্বোধন করবেন বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের। কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক অতিথি নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। স্রেফ উদ্বোধনই নয়, অনুষ্ঠান মঞ্চে আদিবাসীদের সম্প্রদায়ের কৃতী মানুষের সংবর্ধনাও দেবেন মুখ্য়মন্ত্রী। অনুষ্ঠান শেষে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী, খবর নবান্ন সূত্রে। রাত্রিযাপন করবেন পর্যটন উন্নয়ন নিগমের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের ‘সুবর্ণরেখা’ স্যুইটে। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামে থেকে ঘাটালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে যাবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- এসপির ফোনের কল রেকর্ড অভিষেক প্রকাশ করতেই ফাঁস ত্রিপুরা পুলিশের নাটক

 

 

Previous articleশেষ হল টোকিও অলিম্পিক্স, অলিম্পিক্সে শেষ দিনে ভারতের পতাকাবাহক বজরং পুনিয়া
Next article‘বাংলার বাড়ি’ প্রকল্পের লোগো আঁকলেন খোদ মুখ্যমন্ত্রী