আইপিএলে বিদেশি ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় নিয়ে নতুন নিয়ম করল বিসিসিআই

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের ( Ipl) দ্বিতীয় পর্ব। তার আগে বিদেশি ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় নিয়ে নতুন নিয়ম করল বিসিসিআই( bcci)। আর সেই প্রোটোকলে বেশ ভালো সংবাদ রয়েছে বিদেশী ক্রিকেটারদের জন্য।

এর আগে দেশে আসার পর বিদেশি ক্রিকেটারদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হত, কিন্তু এবার কোয়ারেন্টাইনে থাকতে হবে না বিদেশী ক্রিকেটারদের। এমনটাই জানান হল বিসিসিআইয়ের পক্ষ থেকে। এদিন বলা হয়,” প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলের সদস্যদের অবশ্যই কোভিড আরটি-পিসিআর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এবং তা বিমানে ওঠার ৭২ ঘন্টা আগে সারতে হবে। প্রতিটি ব্যক্তিকে পরীক্ষার পর নিজেদের কোয়ারেন্টিনে রাখতে হবে এবং অন্য কারোর সাথে সংস্পর্শ এড়াতে হবে। যে সকল সদস্যদের পরীক্ষা নেগেটিভ আসবে, তারা ফ্র্যাঞ্চাইজিদের নির্বাচিত শহরে যেতে পারবে।”

তবে কোনও ফ্র্যাঞ্চাইজির সদস্য কিংবা তাদের পরিবারের কেউ যদি জৈব বলয় ও প্রোটোকল ভাঙে, তবে তাদের জন্য কড়া শাস্তির ব্যবস্থা করবে বলে জানিয়ছে বিসিসিআই।

আরও পড়ুন:সোনার পদক প্রয়াত মিলখা সিংকে উৎসর্গ করলেন নীরজ চোপড়া

 

Previous articleথানা ঘিরেছে বিজেপির গুন্ডাবাহিনী, পুলিশ ঠুঁটো জগন্নাথ: উদ্বেগ প্রকাশ ব্রাত্য-কুণাল-দোলার
Next articleডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতিকে রুখতে কি টিকা আদৌ কার্যকর? উত্তর দিল ICMR