প্লাস্টিকের তৈরি (national flag made ny plastic) পতাকা নয় শুধুমাত্র কাগজ দিয়ে তৈরি জাতীয় পতাকা ব্যবহার হোক দেশজুড়ে । স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর কাছে এমনই আরজি রাখল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (central union ministry) । প্রতিটি রাজ্যকেই এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে যে স্বাধীনতা দিবসে শুধুমাত্র কাগজের পতাকাই (National Flags) সব জায়গায় ব্যবহার করা হোক। সেই সঙ্গে জাতীয় পতাকার অবমাননা যাতে কোনওভাবেই না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। প্রতি বছরের মতো এhttps://www.merlinprojects.com/?utm_source=biswabanglasangbad&utm_medium=banner&utm_campaign=biswabanglasangbadwebsitebanner বছরও সুরক্ষাবিধি মেনেই স্বাধীনতা দিবস (Independence Day) পালিত হবে। এই সুরক্ষা ও নিরাপত্তা শুধু করোনার হাত থেকে রক্ষা পাওয়াই নয় পরিবেশ সুরক্ষার দিকেও নজর দিতে হবে । স্বচ্ছ ও সুন্দর রাখতে হবে আমাদের চারপাশের পরিবেশ।

সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লাস্টিক পুনর্ব্যবহার যোগ্য নয়। তা নষ্ট করাও বেশ কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ ব্যাপার। সেই কারণেই প্লাস্টিকের জাতীয় পতাকা ব্যবহার না করার কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি এও জানানো হয়েছে, জাতীয় পতাকা দেশের মানুষের গর্বের প্রতীক। তার যেন অবমাননা করা না হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর তা যেন যেখানে সেখানে পড়ে না থাকে।
