বায়োপিকে অনীহা, এবার ৯০ মিটার দূরত্বে বর্শা ছোড়াই পরবর্তী পরিকল্পনা নীরজের

নিজের প্রথম অলিম্পিকেই অসাধ্য সাধন করেছেন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতে দেশকে ইতিহাস রচনা করার সুযোগ দিয়েছেন ২৩ বছরের অ্যাথলিট। টোকিও গেমস থেকেই নিজের পরবর্তী লক্ষ্য বেঁধে নিয়েছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। জানিয়ে দিয়েছেন, এবার ৯০ মিটার দূরত্বে বর্শা ছোঁড়াই তাঁর পরিকল্পনা।অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সর্বাধিক ৯০.৫৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়ার রেকর্ড রয়েছে। আগামী বছরগুলিতে আরও পরিশ্রম করে নিজেকে ওই উচ্চতায় নিয়ে যেতে চান ২৩ বছরের ভারতীয় অ্যাথলিট।

আরও পড়ুন- শেষ সপ্তাহে রণকৌশল ঠিক করতে খাড়গের বাড়িতে বৈঠকে তৃণমূলসহ ১৫ বিরোধীদল
২০২২ সালেই অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান গেমস ও কমলওয়েলথ গেমস। দুই টুর্নামেন্টে তিনি ভাল পারফরম্যান্স করতে আগ্রহী সোনার ছেলে।টোকিও গেমসের সোনাজয়ী অ্যাথলিট এক টেলিভিশন সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই নিজের বায়োপিক নিয়ে তিনি কিছু ভাবছেন না।
তাঁর এই সাফল্যের কৃতিত্ব বিশেষ দুই ব্যক্তিকে দিয়েছেন স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জেতা নীরজ চোপড়া ।জার্মান কোচ উয়ে হনের সুদক্ষ প্রশিক্ষণের পাশাপাশি টোকিও অলিম্পিকে সোনা জয়ের ক্ষেত্রে কোচ কিয়াউস বার্তোনিয়েতজকে কৃতিত্ব দিয়েছেন ২৩ বছরের অ্যাথলিট।
নীরজের বক্তব্য, টেকনিকে জোর দেন কিয়াউস এবং শক্তিতেই গুরুত্ব দিতেন উয়ে।
টোকিও অলিম্পিক থেকে পাওয়া সোনার পদক দেশের কিংবদন্তি অ্যাথলিট প্রয়াত মালখানা সিংকে উৎসর্গ করেছেন আর্মি ম্যান নীরজ। একই সঙ্গে পিটি উষা সহ দেশের প্রাক্তন কিংবদন্তি অ্যাথলিটদের প্রতিও নিজের আনুগত্য জানাতে ভোলেন নি।

 

 

Previous articleসুদীপকে মমতার স্নেহের পরশ! হাসপাতাল থেকে দেবাংশুকে ফোন মুখ্যমন্ত্রীর
Next articleঝাড়গ্রামের অনুষ্ঠানে অন্য রূপে মুখ্যমন্ত্রী: আদিবাসী নৃত্যে পা মেলালেন, বাজালেন ধামসা