আদিবাসী উন্নয়ন নিয়ে কেন্দ্রের পরিকল্পনা কী? সংসদে প্রশ্ন তুলে সরব অভিষেক

আদিবাসীদের উন্নয়ন নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? এই নিয়ে সোমবার সংসদে প্রশ্ন তুললেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আদিবাসী ও উপজাতিদের বিভিন্ন সমস্যা নিয়ে লোকসভায় সরব হন অভিষেক। লিখিত প্রশ্নের মাধ্যমে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রীর কাছে তিনি জানতে চান, আদিবাসী ও উপজাতিদের স্বার্থ রক্ষা করতে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক কী পদক্ষেপ করেছে? আদিবাসীরা যাতে বঞ্চনার শিকার না হয়, তাঁদের স্বার্থ সুরক্ষিত করতে কেন্দ্র কোনও পরিকল্পনা করেছে কি না? বনভূমি রক্ষা করে আদিবাসীদের নিজস্ব বাসস্থান ফিরিয়ে দিতে কেন্দ্র কোনও ব্যবস্থা নিয়েছে কি না? এইসব প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ।

 

জবাবে আদিবাসী কল্যাণমন্ত্রী বলেন, আদিবাসীরা এদেশের এক স্বতন্ত্র সামাজিক বিভাগের মধ্যে পড়ে। আদিবাসীদের স্বার্থ রক্ষা করতে সাংবিধানিক এবং আইনগতভাবে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। তপসিলি উপজাতি ও সমাজের পিছিয়ে পড়া ও দুর্বল শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য সাংবিধানিকভাবেই সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।উপজাতি ও আদিবাসীরা যাতে কোনওভাবেই বৈষম্যের শিকার না হয় সে বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে এই সম্প্রদায়ের মানুষ যাতে কোনভাবেই বঞ্চিত না হয় সে জন্য প্রতিটি রাজ্যকেও সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। সংবিধান মেনে সংখ্যালঘু, আদিবাসী ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ করেছে। শিক্ষাগত ক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে না পড়েন তার জন্য কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করে চলেছে।সংবিধানের পঞ্চম তফসিল মেনে আদিবাসী ও উপজাতিদের উন্নয়নের জন্য গঠন করা হয়েছে ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল।