Monday, August 25, 2025

৫ তৃণমূল কর্মীর জেল হেফাজত: দলীয় কর্মীদের পাশে আগরতলায় মলয়, টুইটে ক্ষোভ কুণালের

Date:

ত্রিপুরায় তৃণমূলের নেতা-কর্মীদের উপর আক্রমণ অব্যাহত। পুলিশ আধিকারিক এবং বিজেপি (Bjp) কর্মীদের মিছিলে হামলা চালানোর অভিযোগে মঙ্গলবার ভোররাতে ৫ তৃণমূল (Tmc) কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃত পাঁচ তৃণমূল কর্মী হলেন- তমাল বসু, উত্তম কলই, মিটন বিশ্বাস, পঙ্কজ দেবনাথ, নিতু মালাকার। এদিন তাঁদের আদালতে তোলা হলে ১৬ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাঁদের দলের কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ধৃতদের পরিবারেও দাবি, ভোররাতে পুলিশ গিয়ে বাড়ির ছেলেদের তুলে নিয়ে গিয়েছে। মঙ্গলবার সকালেই ত্রিপুরায় পৌঁছন এরাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Maloy Ghatak)। আগরতলায় ধৃতদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তৃণমূল কর্মীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের-সহ তৃণমূল নেতাদের পাশে দাঁড়ানোর জন্যই এই ৫ তৃণমূল কর্মী কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অবশ্য দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- হুইপ জারির পরেও কেন রাজ্যসভায় অনুপস্থিত সাংসদরা , ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

গ্রেফতার নিয়ে সকালেই টুইট (Twitte) করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। লেখেন, ” যারা হামলা করল মারল, তারা ঘুরে বেড়াচ্ছে। জখম তৃণমূল কর্মীরা গ্রেপ্তার। আজও বাড়ি বাড়ি থেকে তৃণমূল কর্মীদের ধরছে। এতে প্রমাণিত ভয় পেয়েছে বিজেপি।”

কুণালের অভিযোগ, পুলিশি সন্ত্রাস হচ্ছে আমবাসায়। দলীয় কর্মীদের জেল হেফাজত হওয়ার পরেও ফের টুইটে ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, অন্যায় ভাবে মিথ্যে মামলায় তাঁদের দলীয় কর্মীদের জেলে বন্দি করা হল। দলীয় কর্মীদের মুক্ত করতে আইনি লড়াইয়ের তৃণমূল নামবে বলে দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন- তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি‌ 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version