Sunday, August 24, 2025

প্রতিবন্ধকতা সঙ্গে নিয়েই দেশকে গৌরব এনে দিয়েছিলেন নরেশ তুমডা। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ২০১৮ সালে Blind Cricket World Cup-এ দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন দেশকে। অথচ সেই ক্রিকেটারই এখন বেঁচে থাকার জন্য দিনমজুরের কাজ করে বেড়াচ্ছেন। নিজের অবস্থার কথা জানিয়ে তিনবার গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও করছিলেন। কিন্তু তাতে ভাগ্যের চাকা ফেরেনি নরেশের।

পরিবারের একমাত্র উপার্জনকারী নরেশই। ফলে পরিবারের হাল তাঁকেই ধরতে হয়। করোনা অতিমারিতে উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রথমে সবজি বিক্রি করে সংসার চালাতে শুরু করেন তিনি। কিন্তু সেই আয়ে পরিবার চালানো কঠিন হয়ে দাঁড়ায় নরেশের জন্য। আর তাই এখন পরিবারের জন্য দিনমজুরের কাজে যুক্ত হয়েছেন বিশ্বকাপজয়ী এই ভারতীয় ক্রিকেটার।

নরেশ নিজেই জানান, দিনমজুরের কাজ করে প্রতিদিন তাঁর ২৫০ টাকা রোজগার হয়, যা দিয়ে কোনও রকমে সংসার চলে। অবাক করা বিষয় হল, দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার পরে শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছিলেন। উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে পেয়েছিলেন বহু আশ্বাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবই মিলিয়ে গিয়েছে বাতাসে। এমনকি গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছে তিনবার চাকরির আবেদন করেও কোনও উত্তর পাননি।

আরও পড়ুন- শর্তসাপেক্ষে ১৮ আগস্ট থেকে ভক্ত সাধারণের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version