Sunday, August 24, 2025

উত্তাল রাজ্যসভা: নির্ঘুম রাত কাটল বেঙ্কাইয়া নাইডুর, কেঁদে ফেললেন সংসদে এসে

Date:

বাদল অধিবেশন(monsoon session) শুরুর পর থেকেই বিরোধীদের বিক্ষোভের রীতিমতো উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। মঙ্গলবারও কৃষি আইন ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি(opposition party)। এই ঘটনার নিন্দা করতে গিয়ে বুধবার রাজ্যসভায়(parliament) কেঁদে ফেললেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু(Venkaiah Naidu)। রীতিমতো আক্ষেপের সুরে তিনি জানালেন, একটি বিষয় নিয়ে ভিন্নমতের জেরে যে ঘটনাবলীর সাক্ষী থাকতে হচ্ছে, তাতে সংসদের মর্যাদা নষ্ট হচ্ছে। একই সঙ্গে তিনি এটাও জানান, গতকালের ঘটনার জন্য নির্ঘুম রাত কেটেছে তাঁর।

বুধবার রাজ্যসভায় বেঙ্কাইয়া নাইডু বলেন, “গতকাল যেভাবে সংসদের পবিত্রতা নষ্ট হয়েছে তাতে আমি দুঃখিত। নিন্দার কোন ভাষা নেই। কেন এমনটা ঘটলো গতরাতে তার কারণ বের করে উঠতে পারিনি। বিনিদ্র রাত কেটেছে আমার।” উল্লেখ্য, পেগাসাস সহ একাধিক ইস্যুতে শুরু থেকেই বিরোধীদের বিক্ষোভ উত্তাল হয়েছে সংসদ। যদিও বিরোধীদের দাবিতে সাড়া না দিয়ে আলোচনা থেকে বারবার সরে গিয়েছে বিজেপি সরকার। এই অবস্থায় মঙ্গলবার রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ নিয়ে আলোচনার দাবিতে সরব হন বিরোধীরা। সরকারবিরোধী স্লোগানও দিতে থাকেন তারা। কংগ্রেসের প্রতাপ সিং রাজওয়ায় বিরুদ্ধে ‘চেয়ার’ লক্ষ্য করে ফাইল ছোড়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন:ঘাসফুলের দাপটে গদি টলমল, মুখ্যমন্ত্রী পদ বাঁচাতে দিল্লির দরবারে বিপ্লব!

এই ঘটনার জেরেই বুধবার নাইডু বলেন, “গতকাল কি কি কারণ এই সংসদের পবিত্র কক্ষ এতটা নিচে নেমে গিয়েছিল সারারাত তার কারণ বের করে উঠতে পারিনি আমি। কৃষি সংক্রান্ত সমস্যা আলোচনার তালিকায় ছিল। যদি মতের পার্থক্য থাকে, তাহলে তাঁরা আলোচনা করতে পারতেন। প্রতিবাদ করতে পারতেন। এটার বিরুদ্ধে ভোট দিতে পারতেন।” এই কথা বলার সময়ই চোখে জল দেখা যায় দেশের উপরাষ্ট্রপতির।

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version