Wednesday, November 12, 2025

উত্তাল রাজ্যসভা: নির্ঘুম রাত কাটল বেঙ্কাইয়া নাইডুর, কেঁদে ফেললেন সংসদে এসে

Date:

বাদল অধিবেশন(monsoon session) শুরুর পর থেকেই বিরোধীদের বিক্ষোভের রীতিমতো উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। মঙ্গলবারও কৃষি আইন ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি(opposition party)। এই ঘটনার নিন্দা করতে গিয়ে বুধবার রাজ্যসভায়(parliament) কেঁদে ফেললেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু(Venkaiah Naidu)। রীতিমতো আক্ষেপের সুরে তিনি জানালেন, একটি বিষয় নিয়ে ভিন্নমতের জেরে যে ঘটনাবলীর সাক্ষী থাকতে হচ্ছে, তাতে সংসদের মর্যাদা নষ্ট হচ্ছে। একই সঙ্গে তিনি এটাও জানান, গতকালের ঘটনার জন্য নির্ঘুম রাত কেটেছে তাঁর।

বুধবার রাজ্যসভায় বেঙ্কাইয়া নাইডু বলেন, “গতকাল যেভাবে সংসদের পবিত্রতা নষ্ট হয়েছে তাতে আমি দুঃখিত। নিন্দার কোন ভাষা নেই। কেন এমনটা ঘটলো গতরাতে তার কারণ বের করে উঠতে পারিনি। বিনিদ্র রাত কেটেছে আমার।” উল্লেখ্য, পেগাসাস সহ একাধিক ইস্যুতে শুরু থেকেই বিরোধীদের বিক্ষোভ উত্তাল হয়েছে সংসদ। যদিও বিরোধীদের দাবিতে সাড়া না দিয়ে আলোচনা থেকে বারবার সরে গিয়েছে বিজেপি সরকার। এই অবস্থায় মঙ্গলবার রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ নিয়ে আলোচনার দাবিতে সরব হন বিরোধীরা। সরকারবিরোধী স্লোগানও দিতে থাকেন তারা। কংগ্রেসের প্রতাপ সিং রাজওয়ায় বিরুদ্ধে ‘চেয়ার’ লক্ষ্য করে ফাইল ছোড়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন:ঘাসফুলের দাপটে গদি টলমল, মুখ্যমন্ত্রী পদ বাঁচাতে দিল্লির দরবারে বিপ্লব!

এই ঘটনার জেরেই বুধবার নাইডু বলেন, “গতকাল কি কি কারণ এই সংসদের পবিত্র কক্ষ এতটা নিচে নেমে গিয়েছিল সারারাত তার কারণ বের করে উঠতে পারিনি আমি। কৃষি সংক্রান্ত সমস্যা আলোচনার তালিকায় ছিল। যদি মতের পার্থক্য থাকে, তাহলে তাঁরা আলোচনা করতে পারতেন। প্রতিবাদ করতে পারতেন। এটার বিরুদ্ধে ভোট দিতে পারতেন।” এই কথা বলার সময়ই চোখে জল দেখা যায় দেশের উপরাষ্ট্রপতির।

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...
Exit mobile version