Monday, August 25, 2025

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, উনুনে জল দিয়ে রান্না চন্দ্রিমার

Date:

উজ্জ্বলা যোজনা দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এমন এক দিনে রান্না গ্যাসের(LPG gas) মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠে নামলো তৃণমূল(TMC)। তেলের বদলে জল দিয়েই উনুনে রান্না করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন সংবাদমাধ্যমকে বলেন, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হলে, রান্নাঘরে আগুন জ্বলে। এখানে তৃণমূল কংগ্রেসের অঙ্গনওয়াড়ি শাখার সদস্যরা আছেন। বাচ্চাদের খাবার সামগ্রী দেওয়া হচ্ছে। বাড়িতে রান্না হবে কী করে? গ্যাসের এত দাম। উল্লেখ্য, গ্যাসের কানেকশন ফ্রিতে দেওয়ার কথা বললেও মোদি সরকারের আমলে শহরে ভর্তুকিযুক্ত সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বর্তমানে ৮৬১ টাকা। হিসেব করলে দেখা যাচ্ছে মাত্র এক বছরে দাম বেড়েছে ২৪১ টাকা। গ্যাসের দাম বৃদ্ধিতে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তকে। তবে সরকার এ নিয়ে কোনোরকম ভাবেই ভাবিত নয়। বরং মঙ্গলবার উজ্জ্বলা যোজনা দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মূলত পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে সুবিধা দিতে এই উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন:তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টা, গ্রেফতার বিজেপি নেতা

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উদ্যোগকে রীতিমতো কটাক্ষ করে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ঊজ্জ্বলা ঊজ্জ্বলা করে লাফায়। প্রথমে গ্যাসের লাইন ফ্রি। এখন আবার কী ফ্রি দেবে বলছে। কিন্তু গ্যাস কিনবে কী করে? সেই পাইপলাইনে এখন ন্যাতা, কাঁথা মেলা থাকে।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version