Wednesday, November 12, 2025

টিকা নিয়েও আক্রান্ত ৪০ হাজার! উদ্বেগ বাড়াচ্ছে কেরল

Date:

টিকা নিয়েও করোনা আক্রান্ত হতে পারে, তা আগেই জানিয়েছিল বিশেষজ্ঞরা। তবে তাতে ভাইরাসের দাপট খানিকটা কমে যায় । মৃত্যুর আশঙ্কাও কমে। এমনটাই দাবি করেছিল চিকিৎসক মহল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের পর করোনার টিকা নিয়েও কেরলে আক্রান্ত ৪০ হাজারেরও বেশি মানুষ। উদ্বিগ্ন চিকিৎসক থেকে শুরু করে আমজনতা।
কেরলে টিকা নেওয়ার পরও ৪০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হওয়ায় তৈরি হল উদ্বেগের পরিস্থিতি। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।

টিকা নেওয়ার পরও যাঁদের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য তা কেন্দ্রের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ আগেই জানিয়েছেন, কোনও ব্যক্তি এক বার কোভিডে আক্রান্ত হলেই ওই ভাইরাসের বিরুদ্ধে ল়ড়ার শক্তি অর্জন করে তাঁর শরীরের। তার পর ওই ব্যক্তি টিকা নিলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কিছুটা বাড়ে। কিন্তু এখন প্রশ্ন টিকা নিয়েও কী করে ভাইরাস শক্তিশালী হচ্ছে? তা হলে কি নিজের চরিত্র বদলে মানুষের শরীরের যৌথ রোগ প্রতিরোধের জালকেও এড়িয়ে যাচ্ছে করোনাভাইরাস?

কেরলে টিকা নেওয়ার পর পুনরায় সংক্রমণের জন্য দায়ী ডেল্টা রূপ কি না, তা এখনও জানা যায়নি। অধিকাংশ ‘ব্রেকথ্রু’ সংক্রমণ ধরা পড়েছে কেরলের পাঠানমথিট্টা জেলায়। সেখানে প্রথম টিকা নিয়ে পুনরায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭৪ জন। দু’টি টিকা নিয়েই আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন। অন্যদিকে সম্প্রতি কেরলে করোনা সংক্রমনের পরিসংখ্যানও ঊর্ধ্বমুখী। গত কয়েক সপ্তাহ ধরে প্রত্যেকদিন গড়ে আক্রান্ত হচ্ছেন ২০ হাজার জন। বুধবার গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২১,১১৯ জন, মৃত্যু হয়েছে ১৫২ জনের।


Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version