আরও একটি পদ হাতছাড়া হল শুভেন্দু অধিকারীর। মহিষাদল প্রঞ্জানানন্দ স্মৃতি রক্ষা সমিতির নতুন সভাপতি হলেন বিধায়ক তিলক চক্রবর্তী। বিগত ৬ বছর এই পদে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- “সচিনের কিছু হলে জ্যান্ত পুড়িয়ে মারত আমাকে” : শোয়েব আখতার
গত ২০১৫ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত শুভেন্দু অধিকারী সংস্থার সভাপতি হিসাবে ছিলেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনে ৪১ জনের মধ্যে ২৬ জনের উপস্থিতিতে সর্ব সম্মতি ক্রমে মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । বৃহস্পতিবার এক বৈঠকে বিধায়কের হাতে এই দায়িত্বভার তুলে দেওয়া হয়।
