Thursday, August 28, 2025

ফের ভাঙন বিজেপিতে, জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল

Date:

ফের বিজেপিতে ভাঙন! এবার হাতছাড়া হল বিজেপির জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। বিজেপি পরিচালিত খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত গেল তৃণমূলের হাতে।

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগের জের। পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ করা। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ। শেষমেশ বিজেপির পঞ্চায়েত সদস্যদের দ্বারাই অপসারিত হতে হল পঞ্চায়েত প্রধান রেবতী রায়কে।

গত ২৭ জুলাই প্রধানের বিরুদ্ধে লিখিত ভাবে অনাস্থা আনেন বিজেপির উপপ্রধান সহ বিজেপির অন্যান্য পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের একজন সদস্য। এদের সমর্থন জানান তৃণমূলের নির্বাচিত একমাত্র পঞ্চায়েত সদস্য প্রশান্ত কুমার রায়। ঠিক হয় বুধবার আস্থা ভোট করা হবে। ঝুঁকি না নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে ফেলে বিশাল পুলিশবাহিনী। নির্ধারিত সময়ের আগেই পঞ্চায়েত দফতরে পৌঁছে যান অনাস্থা আনা সদস্যরা। গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের জন্য চলে অপেক্ষা। ৩০মিনিট পরে শুরু হয় সভা।

সভায় হার নিশ্চিত জেনে সভায় অনুপস্থিত ছিলেন বিদায়ী প্রধান রেবতী রায় সহ বিজেপির অন্যান্য সদস্য এবং ফরওয়ার্ড ব্লকের একমাত্র গ্রাম পঞ্চায়েত সদস্য নিরাপদ বিশ্বাস। স্বাভাবিক ভাবেই অনাস্থা প্রস্তাব পাস হয়ে যায়। অপসারিত হয় বিজেপির প্রধান রেবতী রায়। অনাস্থা আনা বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ডালটন রায় বলেন,”আমরা খুব শীঘ্রই তৃণমূলে সরকারের উন্নয়নে সামিল হবো।”

আরও পড়ুন- ‘কন্যাশ্রী’ হল ‘কন্নাশ্রী’, বিক্ষোভ দেখাতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন দিলীপ

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version