Friday, November 14, 2025

বিধি-নিষেধে ছাড় নবান্নের, বাড়লো বার-রেস্তোরাঁ সহ দোকান খোলার সময়

Date:

Share post:

করোনা পরিস্থিতি(covid situation) নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার ৩১ আগস্ট পর্যন্ত বিধি নিষেধ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার নয়া বিজ্ঞপ্তি জারি করে সেই নিয়মে বদল এনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করল নবান্ন(Nabanna)। সরকারের(Government) নয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে রেস্তোরাঁ, বার সহ কাজের সময় সমস্ত দোকান খোলা রাখা যাবে। তবে রাত ১০.৩০ মিনিটের পর বন্ধ করতে হবে দোকানপাট।

বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় বাইরের সমস্ত রকম সরকারি অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিধি মেনে এদিন সেই সমস্ত অনুষ্ঠানে অনুমতি দিয়েছে সরকার। পাশাপাশি ৫০ শতাংশ দর্শকাসনে ছাড় দেওয়া হয়েছে থিয়েটার, অডিটোরিয়াম, মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান গুলিতে। এছাড়াও নতুন বিজ্ঞপ্তিতে রাত্রিকালীন বিধি নিষেধ ৯ টা থেকে ভোর ৫টার পরিবর্তে ১১ টা থেকে ৫ টা পর্যন্ত করা হয়েছে।

বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা হলেও লোকাল ট্রেন চলার বিষয়ে কোনরকম কিছু জানানো হয়নি নতুন এই বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, “অনেকেই প্রশ্ন করছেন লোকাল ট্রেন (Local Train) কেন চলছে না? গ্রাম-গঞ্জে টিকার ব্যবস্থা না করলে করোনার প্রকোপ বাড়বে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য বাস, ট্রাম, অটো, মেট্রোও চালু করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আসার কথা। এখন থেকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার জীবনের থেকে বেশি দামি কিছু নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে। গ্রামাঞ্চল গুলিতে ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলে ফের চালু করে দেওয়া হবে লোকাল ট্রেন।
advt 19

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...