Wednesday, November 12, 2025

ছুটি নিয়েও ফেরা হল না বাড়ি, সিকিমের ধসে মৃত্যু জওয়ানের

Date:

ছুটি নিয়েও বাড়ি ফেরা হল না। দার্জিলিঙে সেবকের কাছে পাহাড় থেকে গড়িয়ে পড়া বোল্ডারের ধাক্কায় মৃত্যু হল সেনাবাহিনীর জওয়ানের। সেবকের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে এখনও সিকিমের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। আটকে পড়েছেন বহু পর্যটক। এরমধ্যেই সেবক কালি বাড়ির কাছে আরও এক জায়গায় ধসে এক সেনাকর্মীর মৃত্যু হয়।

মৃত সেনাকর্মী রিঞ্জেন তামাং (২১) ভারতীয় সেনাবাহিনীর গোর্খা ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়ি সিকিমের বাড়িতে ফিরছিলেন। কিন্তু বৃষ্টির জেরে কালিঝোড়ার কাছে ধস নেমে রাস্তা বন্ধ থাকায় শালুগাড়া থেকে একটি অটো ধরে বাড়ির পথে রওনা হন। সেবক কালি বাড়ির কাছে পাহাড় থেকে বিশাল বোল্ডার তাঁদের অটোর ওপর এসে পড়ে। অটো রিকশা দুমড়েমুছড়ে যায়। অটো চালক গণেশ বর্মন (৬০) গুরতর জখম হন। রাতেই সেনা কর্মী রিঞ্জেন তামাং এর মৃত্যু হয়।

পর পর ধসের কারণে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এসবের মধ্যেই পাহাড়ে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ শুরু হয়েছে। সব মিলিয়ে এক আতঙ্কের পরিস্থিতি। তবে প্রশাসন পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় সড়ক মেরামতির কাজ শুরু করেছে। ভারী বোল্ডারে পাথরের টুকরো সরানোর কাজ চলছে। এক লেনের রাস্তা দিয়ে পর্যয়ায়ক্রমে দুই দিকে গাড়ি চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন- মিলল না জামিন, মাদককাণ্ডে গ্রেফতার পরীমনির ঠাঁই কারাগারেই

দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টির মধ্যেই পাথর মাটি সরিয়ে রাস্তার এক অংশ পরিস্কার করে যাতায়াত কিছুটা স্বাভাবিক করা হয়। রাস্তায় যানজট কমাতে শিলিগুড়ি ও কালিম্পোং প্রশাসন যৌথ ভাবে কাজ করছে। পিডব্লুডি ইঞ্জিনিয়র সুধাংশু সরকার জানিয়েছেন, ‘রাস্তার ওপর বড় পাথর পড়ে আছে। প্রাকৃতিক দুযোর্গের কারণে সেগুলি সড়াতে সময় লাগছে।’

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version