Saturday, August 23, 2025

‘ভারত আফগানিস্তানে সেনা পাঠালে ফল ভাল হবে না’, হুঁশিয়ারি তালিবানের

Date:

আফগানিস্তানের(Afganistan) মাটিতে ভারত(India) যদি সামরিক অভিযান চালায় তবে তার ফল মোটেই ভালো হবে না। ঠিক এই ভাষাতেই এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিল তালিবান(Taliban)। শুধু তাই নয়, আরও জানানো হয়েছে আফগানিস্তানে অন্যান্য দেশের সেনাবাহিনীর কি অবস্থা হয়েছে সে সম্পর্কে ভারত যথেষ্ট অবগত। তবে হুঁশিয়ারির পাশাপাশি কাবুলিওয়ালার দেশে পরিকাঠামো নির্মাণে ভারতের অবদান প্রশংসনীয় বলেও মন্তব্য করেছে এই জঙ্গিগোষ্ঠী।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের রাজধানী দোহা থেকে তালিবানের মুখপাত্র সুহেল শাহিন বলেন, “যদি আফগানিস্থানে ভারত সেনা নিয়ে আসে তবে আমার মনে হয় না তার ফল খুব একটা ভালো হবে ভারতের জন্য। আফগানিস্তানের অন্যান্য দেশগুলোর সেনাবাহিনীর কী অবস্থা হয়েছে তা ভারত দেখেছে। সুতরাং এই পরিস্থিতি ভারতের জন্য খোলা বইয়ের মত।” হুঁশিয়ারির পাশাপাশি আফগানিস্তানের উন্নয়নের জন্য ভারতের অবদানের কথা স্বীকার করে তালিবান আরো জানায়, “ভারত আফগানিস্তানের মানুষকে সাহায্য করেছে। পরিকাঠামো নির্মাণেও মদত দিয়েছে। আমার মনে হয় এটা প্রশংসনীয়।” একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আফগানিস্তানে তালিবানের অত্যাচার প্রসঙ্গে শাহিন জানান, “গুরুদ্বার থেকে আমরা নিশান সাহেব (শিখ পতাকা) সরাইনি। হামলার ভয়ে শিখরাই ওটা সরিয়েছিল। তবে আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেছেন। এবং ফের সেই পতাকা উত্তোলন করা হয়েছে।”

আরও পড়ুন:‘সিঙ্গল ইউজ’ প্লাস্টিকের উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের

উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় আমেরিকা, চিন, পাকিস্তান ও কাবুলের সঙ্গে শান্তি আলোচনা চালাচ্ছে তালিবান। গতকাল ছিল বৈঠকের অন্তিম দিন। সেখানেই উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধিরাও। একথা স্বীকার করেই তালিবান মুখপাত্র জানান, “গতকাল দোহায় আমরা বৈঠক করেছি। সেখানে ভারতের প্রতিনিধি দল উপস্থিত ছিল। তবে আমরা কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে আফগানিস্তানের জমি ব্যবহার করতে দেব না।”

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version