Saturday, May 3, 2025

আফগানিস্তানের(Afganistan) মাটিতে ভারত(India) যদি সামরিক অভিযান চালায় তবে তার ফল মোটেই ভালো হবে না। ঠিক এই ভাষাতেই এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিল তালিবান(Taliban)। শুধু তাই নয়, আরও জানানো হয়েছে আফগানিস্তানে অন্যান্য দেশের সেনাবাহিনীর কি অবস্থা হয়েছে সে সম্পর্কে ভারত যথেষ্ট অবগত। তবে হুঁশিয়ারির পাশাপাশি কাবুলিওয়ালার দেশে পরিকাঠামো নির্মাণে ভারতের অবদান প্রশংসনীয় বলেও মন্তব্য করেছে এই জঙ্গিগোষ্ঠী।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের রাজধানী দোহা থেকে তালিবানের মুখপাত্র সুহেল শাহিন বলেন, “যদি আফগানিস্থানে ভারত সেনা নিয়ে আসে তবে আমার মনে হয় না তার ফল খুব একটা ভালো হবে ভারতের জন্য। আফগানিস্তানের অন্যান্য দেশগুলোর সেনাবাহিনীর কী অবস্থা হয়েছে তা ভারত দেখেছে। সুতরাং এই পরিস্থিতি ভারতের জন্য খোলা বইয়ের মত।” হুঁশিয়ারির পাশাপাশি আফগানিস্তানের উন্নয়নের জন্য ভারতের অবদানের কথা স্বীকার করে তালিবান আরো জানায়, “ভারত আফগানিস্তানের মানুষকে সাহায্য করেছে। পরিকাঠামো নির্মাণেও মদত দিয়েছে। আমার মনে হয় এটা প্রশংসনীয়।” একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আফগানিস্তানে তালিবানের অত্যাচার প্রসঙ্গে শাহিন জানান, “গুরুদ্বার থেকে আমরা নিশান সাহেব (শিখ পতাকা) সরাইনি। হামলার ভয়ে শিখরাই ওটা সরিয়েছিল। তবে আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেছেন। এবং ফের সেই পতাকা উত্তোলন করা হয়েছে।”

আরও পড়ুন:‘সিঙ্গল ইউজ’ প্লাস্টিকের উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের

উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় আমেরিকা, চিন, পাকিস্তান ও কাবুলের সঙ্গে শান্তি আলোচনা চালাচ্ছে তালিবান। গতকাল ছিল বৈঠকের অন্তিম দিন। সেখানেই উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধিরাও। একথা স্বীকার করেই তালিবান মুখপাত্র জানান, “গতকাল দোহায় আমরা বৈঠক করেছি। সেখানে ভারতের প্রতিনিধি দল উপস্থিত ছিল। তবে আমরা কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে আফগানিস্তানের জমি ব্যবহার করতে দেব না।”

 

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version