Wednesday, May 7, 2025

“উনি দেশের রাজা নন”, মোদির নীতি নিয়ে প্রশ্ন তুলে তোপ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যমের

Date:

বিজেপি(BJP) সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীকে(Subramanyam Swami) বরাবরই একটু সমঝে চলেন শীর্ষ নেতৃত্বরা। চোখের সামনে ভুল দেখলে ছেড়ে কথা বলার লোক তিনি নন। এবার সেই তিনি সরাসরি তোপ দেগে বসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। মোদি সরকারের অর্থনৈতিক ও বৈদেশিক নীতিকে তিনি যে বিন্দুমাত্র সমর্থন করেন না সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন শনিবার। পাশাপাশি নরেন্দ্র মোদিকে তোপ দেগে তিনি বললেন, মোদি দেশের রাজা নন। সরকারি নীতির সমালোচনা করার পূর্ণ অধিকার রয়েছে তাঁর। একের পর এক ব্যর্থতার জেরে দেশের বিরোধিরা যখন মোদি সরকারকে রীতিমত ঘিরে ধরেছে, ঠিক সেইসময় সুব্রহ্মণ্যম মন্তব্যে যথেষ্ট বেকায়দায় বিজেপি।

করোনা পরিস্থিতির মাঝে দেশের বেহাল অর্থনৈতিক অবস্থা ও আফগানিস্তান ইস্যুতে দিল্লি সরকারের অবস্থান নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন সুব্রহ্মণ্যম। এর জেরেই সম্প্রতি এক ‘মোদী ভক্ত’ সুব্রহ্মণ্যমকে তোপ দেখে বলেন, মন্ত্রিত্ব পাননি বলেই গায়ের জ্বালা মেটাচ্ছেন তিনি। তার প্রত্যুত্তরে দিতে অবশ্য বিন্দুমাত্র সময় নেননি প্রবীণ এই বিজেপি সাংসদ। শনিবার টুইটারে তিনি পাল্টা লেখেন, “মোদী সরকারের অর্থনৈতিক এবং বৈদেশিক নীতির বিরোধী আমি। দায়িত্বজ্ঞানসম্পন্ন যে কারও সঙ্গে এ নিয়ে তর্ক করতে রাজি আমি। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে যে কিছু আছে, তা জানেন তো? মোদী ভারতের রাজা নন।”

আরও পড়ুন:‘দেশে ভয়াবহ আকার নিয়েছে বেকারত্ব’, তথ্য তুলে ধরে মোদিকে তুলোধনা ডেরেক-যশবন্তের

উল্লেখ্য, দেশনেতা হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে নিজের ইমেজ তৈরিতে অধিক সময় ব্যয় করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি বিজেপি নেতাদের রীতিমতো ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে দেখা গিয়েছে ‘মোদি রক্তমাংসের মানুষ নন, তিনি ঈশ্বর’। যদিও বাকিদের চেয়ে বরাবরই একটু আলাদা বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম। বিগত কয়েক দিন ধরে মোদি সরকারের বিদেশনীতি চূড়ান্ত সমালোচনা করেছেন এই সাংসদ। স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক মহলে ভারতের অস্বস্তিজনক অবস্থানের জন্য এস জয়শঙ্কর এবং অজিত ডোভালদের ক্ষমা চাওয়া উচিত। তবে সে সব কিছুকে ছাপিয়ে গিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হলেন স্বামী।

 

Related articles

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...
Exit mobile version