Monday, November 10, 2025

সাতসকালে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য

Date:

Share post:

প্রকাশ্য দিবালোকে গুলি করে এবং বোমা মেরে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে খুন করল দুষ্কৃতীরা। খুন হলেন কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার হস্তিনাপুর গ্রামের কাছে চৈতপুর মাঠে। নাম মুস্তফা শেখ (৪৫)।

শুক্রবার সকালে সুন্দরপুর বাজার থেকে বাজার সেরে বাড়ি ফেরার পথে চৈতপুর গ্রাম সংলগ্ন মাঠে একদল দুষ্কৃতী হঠাৎ আক্রমণ করে। পরপর বেশ কয়েকটি বোমা ছোঁড়ার পরেও মৃত্যু নিশ্চিত করতে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। গুলি ও বোমার আঘাতে ধানজমিতে লুটিয়ে পড়েন মুস্তফা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েত সদস্য মুস্তফা শেখ এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগের তীর বিরোধীদের দিকে।

আরও পড়ুন- মিলল না জামিন, মাদককাণ্ডে গ্রেফতার পরীমনির ঠাঁই কারাগারেই

ঘটনার তীব্র নিন্দা করে গ্রামপঞ্চায়েত প্রধান তপনকুমার রায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মুস্তাফাকে খুন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অশোক দাসের মতে, পায়ের তলায় মাটি হারিয়ে খুনের রাজনীতি শুরু করেছে বিরোধীরা। বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মোর্সেদ জর্জ জানান, দু বছর আগেও একবার ওঁর ওপর হামলা চালানো হয়েছিল। বোমার আঘাতে জখম হয়েছিলেন। শুক্রবার বাজার করে বাড়ি ফেরার পথে তাঁকে নৃশংসভাবে খুন করে বিরোধীদের আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের কাছে দাবি, তদন্ত করে দোষীদের উপযুক্ত ব্যবস্থা করুক। জেলা পুলিশ সুপার সবরী রাজকুমার বলেন, ঘটনার সঙ্গে জনাচারেক দুষ্কৃতী জড়িয়ে রয়েছে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

advt 19

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...