পেগাসাস মামলায় হলফনামা জমা, কমিটি গঠন করতে চায় কেন্দ্র

পেগাসাস (Pegasus) নিয়ে কমিটি করতে চায় কেন্দ্র। সুপ্রিম কোর্টে দু’পাতার হলফনামা জমা দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার। হলফনামায় বলা হয়েছে, বিচারপতি, আইনজীবী, আদালতের কর্মচারী,  রাজনীতিক, সাংবাদিক এবং অন্যদের ফোনে আড়িপাতার অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে কেন্দ্রীয় সরকার (Central Government)। ওই কমিটি পেগাসাস সংক্রান্ত অভিযোগের সব দিক খতিয়ে দেখবে।
সোমবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামনার (N V Ramana) বেঞ্চে চলছে পেগাসাস শুনানি। সাংবাদিক এন রামের অভিযোগ হলফনামায় অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার।

advt 19