নারদ মামলার শুনানি পিছোতে CBI সময় চায় ১০ দিন, হাইকোর্ট দিলো ২৮ দিন

হাই কোর্ট
CBI সময় চেয়েছিল ১০ দিন, হাইকোর্ট সময় দিয়েছে ২৮ দিন৷
প্রায় দেড়মাস পর সোমবার কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানির দিন নির্দিষ্ট ছিল সোমবার৷
কিন্তু এদিন CBI-এর তরফে আদালতে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে৷ এই আর্জিতে বলা হয়েছে, দেশের সলিসিটর জেনারেল এই মুহুর্তে অন্য  একাধিক মামলার শুনানির ব্যস্ত৷ তাই নারদ-মামলার শুনানি ১০ দিন পিছিয়ে দেওয়া হোক৷
বৃহত্তর বেঞ্চ আগামী  ১৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় এই মামলার শুনানির সময় ধার্য করেছে।
ওদিকে এদিনই এই মামলায় রাজ্য সরকার এবং আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আলাদা আলাদা লিখিত আপত্তি পেশ করে বলেছে, নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্ত নয়। এই মামলায় তাদের সংযুক্ত করার CBI- এর সিদ্ধান্ত ভুল৷ অবিলম্বে তা খারিজ করা হোক৷

advt 19

Previous articleপেগাসাস মামলায় হলফনামা জমা, কমিটি গঠন করতে চায় কেন্দ্র
Next articleলর্ডসের ব্যালকনিতে কোহলির রাগ দেখানোর ভঙ্গিমায় তাজ্জব সবাই!