লর্ডসের ব্যালকনিতে কোহলির রাগ দেখানোর ভঙ্গিমায় তাজ্জব সবাই!

লর্ডসের ব্যালকনিতে বসে বিরাট কোহলির রাগ দেখানোর ভঙ্গিমায় তাজ্জব সবাই! আসলে লর্ডসের চতুর্থ দিনের খেলা তখন শেষের পথে। ছ’উইকেট হারিয়ে চাপে ভারত। সেই পরিস্থিতিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার দাবি ছিল, আলো কমে এসেছে, তাও কেন আম্পায়ার খেলা চালাচ্ছেন? যুক্তিটা মোটেই অসঙ্গত নয় । খেলা বন্ধ করার কথা তাঁরা ইশারায় বারবার বোঝাচ্ছিলেন। দেখে মনে হচ্ছিল, বিরাট যেন অন্য কিছু বোঝাতে চাইছেন।
এমনিতেই লর্ডস টেস্টে বিরাট কোহলিকে নিয়ে চর্চা তুঙ্গে ।

আরও পড়ুন- নারদ মামলার শুনানি পিছোতে CBI সময় চায় ১০ দিন, হাইকোর্ট দিলো ২৮ দিন
চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ১৮১ রান। তাও ৬ উইকেট হারিয়ে বসে রয়েছে তারা। চেতেশ্বর পূজারা (৪৫) এবং অজিঙ্কা রাহানের (৬১) পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের টেস্ট দল থেকে বাদ দেওয়া নিয়েও সরব বিশেষজ্ঞরা। তবু এই জুটি চতুর্থ উইকেটে ১০০ রান যোগ করেছে। কিন্তু ভারত অধিনায়ক তো প্রয়োজনের সময়ে দলের হাল ধরতে ম
ব্যর্থ হয়েছেন। মাত্র ২০ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। দলের প্রয়োজনে যে ভাবে ব্রিটিশ অধিনায়ক জো রুট হাল ধরেছিলেন, সে রকম কোনও কিছুই করতে দেখা যায়নি ভারত অধিনায়ককে।

advt 19

 

Previous articleনারদ মামলার শুনানি পিছোতে CBI সময় চায় ১০ দিন, হাইকোর্ট দিলো ২৮ দিন
Next articleপূর্বস্থলীতে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিতে ভিড়, পরিস্থিতি সামলালেন স্বপন দেবনাথ