শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, সৌজন্যে আপ্লুত অভিনেত্রী

নানা বিতর্কের মধ্যে এবার অনাড়ম্বর ভাবে জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabonti Chatterjee)। তাঁর জীবনের নানা ওঠাপড়া এবং তাই নিয়ে ট্রোল-মিম। এবার তাই 13 অগাস্ট জন্মদিন নিয়ে খুব একটা হইচই করেননি। সোশ্যাল মিডিয়াতেও সেভাবে ছবি পোস্ট হয়নি। তবে স্বাধীনতা দিবসের রাতে একটি ছবি পোস্ট করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন টলিউডের (Tollywood) গ্ল্যাম গার্ল। চিঠিটা তাঁকে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। 13 তারিখ শ্রাবন্তীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠিতে মমতা লিখেছেন,

“প্রিয় শ্রাবন্তী,

শুভ জন্মদিনে আমার অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আসুক আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল।

পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।”

বেহালা ফ্লাইং ক্লাবের কাছে শ্রাবন্তীর আবাসনে সে চিঠি পৌঁছে গিয়েছে। আপ্লুত অভিনেত্রী সেটা পোস্ট করেছেন ফেসবুকে।

 

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল (Tmc) প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে বেহালা পশ্চিমে বিজেপি-র (Bjp) হয়ে নির্বাচনে লড়ে ছিলেন শ্রাবন্তী। তবে সামান্য ধাক্কাতেও পারেননি। নির্বাচনের পর থেকে তাঁকে সেভাবে রাজনীতিতে দেখা যায়নি। তবে বিরোধী দলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করা একজন অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যে সৌজন্যের নজির মুখ্যমন্ত্রী দেখালেন তা সত্যি অতুলনীয়।

 

পাশাপাশি, এই শুভেচ্ছাবার্তা আগামী দিনে রাজনীতির কী বার্তা বহন তারে দিকে তাকিয়ে অনেকেই।