মুখ্যমন্ত্রীর প্রশংসার পরের দিনই বল পায়ে মাঠে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেদিনই আবার তৃণমূলের ‘খেলা হবে’ দিবস। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। 15 অগাস্ট রাজভবনে চা-চক্রে মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও বিজেপির রাজ্য সভাপতি। সেখানে দিলীপ ঘোষের মর্নিংওয়াক এবং শরীরচর্চার তারিফ করেন মমতা। তিনি নিজেও যথেষ্ট হাঁটাচলা করেন। 16 তারিখ ‘খেলা হবে’ দিবসের ডাক আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিকে যথেচ্ছ কটাক্ষ করেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সেইসব কটাক্ষকে পাত্তা না দিয়ে ‘খেলা হবে’ দিবসের সকালে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েছেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন:ভয়াবহ ভিডিও: কাবুল ছাড়তে প্লেনের চাকায় সওয়ার, মাঝআকাশে পড়ে মৃত ২

বল পায়ে শুধু গা ঘামানোই নয়, রীতিমতো গোল করে ম্যাচ জেতালেন দিলীপ। এই দেখে তৃণমূলের (Tmc) অনেক নেতা বলছেন, “সকাল সকাল ‘খেলা হবে’ দিবসের সূচনাটা দিলীপদাই করে দিলেন”। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী প্রশংসায় শরীরচর্চা থেকে একেবারে খেলার মাঠে নেমে পড়লেন দিলীপ ঘোষ। পাশাপাশি শুভেন্দু সমালোচনাকে নস্যাৎ করে ‘খেলা হবে’ দিবসেই খেললেন দিলীপ। দেখা যাক আগে কী হয়।
